অর্ণব, Law... 1st year জানিনা - TopicsExpress



          

অর্ণব, Law... 1st year জানিনা তুমি লেখাটা পড়বে কিনা। অনেক বার তোমার সামনে গিয়ে সরাসরি বলতে চেয়েছি তোমাকে আমি খুব ভালোবাসি,কিন্তু পারিনি। লজ্জা বলো,সংকোচ বলো যে কোন কারণেই হোক বলা হয়ে ওঠেনি।তুমি তো আবার অস্পর্শী,খানিকটা ভয় ও লাগে আমার মনের পুরোটা জুড়ে শুধু তোমার আনাগোনা। জানিনা কখনো বলতে পারব কিনা সামনে এসে,কিন্তু বিশ্বাস কর তোমাকে আমি ভীষণ ভালোবাসি। তোমার চোখ,হাসি,নিষ্পাপ চেহারাটা,শান্ত শিষ্ট চলাফেরা আমাকে মুগ্ধ করে প্রতিনিয়ত। এক অজানা স্নিগ্ধতায় শীতল হয়ে যাই আমি। সাহস নিয়ে একদিন বলেই ফেলব তোমাকে। একটু সময় দাও আমাকে............খুব ভালোবাসি অর্ণব তোমাকে।
Posted on: Sat, 01 Nov 2014 13:09:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015