অসাধারন 10টি বিষয়. - TopicsExpress



          

অসাধারন 10টি বিষয়. মিস করবেন না. চলুন না, ছেলে বেলা থেকে একটু ঘুরে আসি ! পড়ে দেখুন, কোনটা-কোনটা আপনার সাথে মিলে যায় . . 1) ছেলেবেলায় ভাবতেন, চাঁদ বুঝি আপনারসাথে-সাথেয ায়! 2) বন্ধুদের সাথে মার-পিটমার- পিট খেলার সময় মুখ দিয়ে ‘ইয়া ভিসুমাই’ টাইপের আওয়াজ করতেন! 3) ক্রিকেট খেলার সময় সবার আগে ব্যাট করতে চাইতেন, আর আউট হয়ে গেলে আরেকটা চান্স চাইতেন! 4) ফলের বিচি খেয়ে ফেললে ভয় পেতেন, যদি পেটে গাছ হয়ে যায়! 5) শন- পাঁপড়ি ওয়ালা বা কটকটি ওয়ালার ডুগডুগির আওয়াজ পেলেই মাথা নষ্ট হয়ে যেতো! 6) প্লেন বা হেলিকপটারের আওয়াজ পেলেই চিৎকার করতে করতে মায়ের কাছে ছুটে যেতেন! 7) মা গোসল করিয়ে দেওয়ার সময় মুখে সাবান মাখাতে দিতেন না, চোখ জ্বলার ভয়ে! 8)কলমের হেড কামড়াতে কি যে মজা লাগতো! 9)মা-বাবা যখন বলতো, ঠিকমত পড়ালেখা না করলে গ্যারেজ বা চায়ের দোকানে কাজে লাগিয়ে দেবে! তখন মনে একটু হলেও ভয় জেগে উঠতো! 10) কাউকে কিছু খেতে দেখলে নিজের ও জিভে জল আসতো ।
Posted on: Wed, 24 Jul 2013 03:34:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015