অস্ট্রেলিয়ায় বেশ কমন - TopicsExpress



          

অস্ট্রেলিয়ায় বেশ কমন একটা পাবলিক ডিবেট আছে, কেউ বলে multiculturalism works, আর কেউ বলে it failed. সাধারনতঃ যারা মাইগ্রেশানের বিরুদ্ধে (যদিও তাদের নিজেদেরই কয়েক পুরুষ আগের জেনারেশন মাইগ্রেট করেই এসেছে) তারা বলে multiculturalism failed. কী জানি, আমার কাছে মনে হয় ইট ওয়ার্ক্স, শুধু ওয়ার্ক্স না, সুপার ওয়ার্ক্স! সিডনীর এমন জায়গা আছে যেখানে আপনাকে আগে থেকে কিছু না জানিয়ে চোখ বন্ধ করে নিয়ে ছেড়ে দেয়া হলে আপনি চোখ খুলে ভাববেন আপনি চায়নায় আছেন! এমন জায়গা আছে যেখানে গেলে ভাববেন আপনি লেবাননে আছেন! এমন জায়গা আছে যেখানে গেলে ভাববেন বাংলাদেশে আছেন! এমন জায়গা আছে যেখানে গেলে ভাববেন ইন্ডিয়ায় আছেন! একদম বানিয়ে বলছিনা, সিরিয়াস! তবে হ্যা, বিভিন্নরকম ছোট-বড় racial & cultural tension তো থাকবেই। দুইটা চামচকে একটা চামচদানিতে রাখলে তো টুংটাং আওয়াজ হবেই, তাইনা? সিটিজেনশীপ নেয়ার সময় খুব ইন্টারেষ্ট নিয়ে লক্ষ্য করলাম প্রায় সব জায়গায়, oath নেয়ার সময়, গেষ্টদের বক্তব্যে, ইনভাইটেশান লেটারে, বিভিন্ন পোষ্টারে, লিফলেটে, হ্যান্ড-আউটে, সবকিছুতেই একটা লাইন বার বার রিপীট করা হয়েছে we share common values. এমনকি খোদ শপথের মধ্যেও বলা হয়েছে যে একজন অস্ট্রেলিয়ান নাগরিক হিসেবে আমি সবধরনের মানুষের shared common values কে রেসপেক্ট করবো। shared common values- এই তিনটা শব্দ প্রথম যখন শুনি, আমার মাথায় সাথে সাথে এসেছিলো কোরআনের আয়াতটা- قل ياأهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم হে নবী, আপনি আহলে কিতাবদেরকে (ইহুদী, খৃষ্টান এবং মুসলিমদেরকে) বলুন, আসো, তোমাদের আর আমাদের মাঝখানে যে shared common values আছে আমরা সবাই তাতে একত্রিত হই [Trans. mine]. [এটা পুরো আয়াতের প্রথমাংশ, আয়াতে যতটুকু মনে পড়ে এরপর shared common values গুলোকে বর্ণনা করা হয়েছে] আমি আমার পুরো সিটিজেনশীপ প্রক্রিয়ায় এই তিনটা শব্দের প্রতি খুবই ফ্যাসিনেটেড ছিলাম। কারণ এর আগ পর্যন্ত আমার মনে প্রশ্ন ছিলো- কীভাবে সম্ভব রেশিয়ালি এত ডাইভার্সড একটা নেশানকে একটা প্লাটফর্মে আনা? কীভাবে সম্ভব এদেরকে পাশাপাশি এনে দেশ আর পৃথিবীর উন্নয়নের জন্য একসাথে কাজ করা? উত্তর পেয়েছি এই তিনটা শব্দে- on the platform of shared common values. চিন্তা করে দেখলাম, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পিছনে অন্যতম প্রধান কারন হলো (আমার চিন্তায়)- কোনো দলই অন্য দলের সাথে তাদের shared common values খুঁজতে যায়না। প্রতিটা দল completely isolated নিজেদের মতের উপর, পথের উপর। এদের এপ্রোচ হচ্ছে rejectionist approach- সবাই বাদ, আমিই ঠিক! ডানপন্থী বলুন বা বামপন্থী, এদেরকে আপনি নেলসন ম্যান্ডেলার ব্যপারে মতামত জিজ্ঞেস করুন, দেখবেন বলবে- ওহ, উনি খুব ভাল মানুষ ছিলেন, ইন্সপায়ারিং লীডার ইনডিড, এবার নেলসন ম্যান্ডেলার reconciliationist approach এর ব্যপারে জিজ্ঞেস করুন, থাবড়ায়ে আপনার দাঁত ফেলে দিবে! বলবে ওই তোর আসল মতলব কী?! ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র- আমার কাছে কোরআনের শিখিয়ে দেয়া এই মূলমন্ত্র shared common values কে যাদুর মত মনে হয়। কারন আপনি-আমি আমরা মানুষ তো! আমরা দুজন দুদিকে দুই প্রান্তে যে দলই করিনা কেনো, একজন আরেকজনের যত বিরোধীই হইনা কেনো, আমাদের কিছু shared common values থাকবেই, থাকতেই হবে, যদি মানুষ হই। চিন্তা করে দেখুন, ব্যক্তি থেকে শুরু করে পলিটিক্যাল দলগুলো পর্যন্ত সবাই যদি আমাদের নিজেদের মধ্যের shared common values কে প্লাটফর্ম বানিয়ে এক হতে পারতাম, নিজেদের মধ্যকার common values গুলোকে রেসপেক্ট করতে শিখতাম, কী দারুণ হতো!
Posted on: Fri, 17 Jan 2014 21:43:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015