আইজ ঝিলমিল হাতরঝিলে - TopicsExpress



          

আইজ ঝিলমিল হাতরঝিলে লেজার শো। ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নাকি অর্জিত হইছে তাই মহাজোটের বিয়ার আতশবাজি ফুটবে। আমাগো পুরান ঢাকায় একটা কথা প্রচলিত আছে, দাওয়াত কইরা মুরগী দেখাইয়া ডাইল দিয়া খাওয়াইয়া দেওন। আমার কাছে ১০ ট্যাকা আছে কইয়া আপনের কাছে হেভি ভাব নিলাম। কিন্তু জানা গেল, পকেটে আসলে আছে ৬ ট্যাকা বাকি ৪ ট্যাকা নাই। ২ ট্যাকা চুরি হইছে, ২ট্যাকা কাজ করলে পরে পামু। কিন্তু আমার দাবি, আমার কাছে ১০ ট্যাকা আছে !! তৌফিক বিজ্ঞানি জানাইতেছে, সরকারি খাতে ৫ হাজার ৯৬২ মেগাওয়াট, বেসরকারি খাতে ৩ হাজার ৭৫১ মেগাওয়াট এবং ভারত থেকে আমদানি করা হয়েছে ৫০০ মেগাওয়াট। এই মোট ১০ হাজার ২১৩ মেগাওয়াট বিদ্যুত নাকি উতপাদন হয় দেশে। অথচ দেশের মানুষ পায় ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। বাকিটা গেল কই, জিগাইলে তৌফিক বিজ্ঞানী জানান, ২ হাজার মেগাওয়াট সিস্টেম লস হচ্ছে এবং বাকি ২ হাজার জ্বালানির অভাবে উৎপাদন হচ্ছে না। এই ৬ হাজার মেগাওয়াটে রেন্টাল কুইক রেন্টালের নামে যে সরকারী লুটপাট তার কথা ছাইড়াই দিলেম। আমার আপনার রক্ত পানি করা টাকা শালারা বিদ্যুতের নামে লুটাপাট করে। আর লেজার শো করে সরকার। মুরগী দেখাইয়া ডাইল দিয়া খাওয়ানো আর কারে কয়!!
Posted on: Tue, 12 Nov 2013 09:05:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015