??? আইন ‍ও পুলিশ সংক্রান্ত - TopicsExpress



          

??? আইন ‍ও পুলিশ সংক্রান্ত কিছু তথ্য ??? >পুলিশ ও ম্যাজিস্ট্রেটের তফাৎ কি? =*পুলিশ: ১/পুলিশের কাজ হল আইন শৃঙ্খলা বজায় রাখা ২/পুলিশ ম্যাজিস্ট্রেটকে কোনো নির্দেশ দিতে পারেনা *ম্যাজিস্ট্রেট: ১/ ম্যাজিস্ট্রেটের কাজ বিচার ও প্রশাসন সংক্রান্ত ২/ম্যাজিস্ট্রেট পুলিশকে আসামী ধরার নির্দেশি দিতে পারে । >বাংলাদেশ পুলিশের প্রথম আইজি-এম এ খালেক(১৯৭১-১৯৭৩) >র‌্যাব এর সদস্যদের আনুপাতিক হার কেমন? =সশস্ত্র বাহিনী ৪৪,পুলিশ ৪৪,বিজিবি ৫,আনসার ৫,কোস্টগার্ড১,সিভিল প্রশাসন ১ >বাংলাদেশের মৌলিক আইন কয়টি? =৫টি,বাংলাদেশের সংবিধান,CrPC,CPC,BPC,Land Law. >সর্বপ্রথম কবে ডগ স্কোয়াড গঠন করা হয়? =১৯ নভেম্বর ১৯৯৮ >ওয়ারেন্ট মানে কি? =গ্রেফতার বা তল্লাশীর জন্য কর্তৃপক্ষ পাওয়া আদেশই হল ওয়ারেন্ট । >কোন ধারা অনুযায়ী পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে ? =৫৪ ধারা । >বাংলাদেশের প্রথম মহিলা Add DIG কে? =ফাতেমা বেগম । >র‌্যাব গঠিত হয়-২৬ মার্চ,২০০৪ । >র‌্যাবের প্রথম পরিচালক কে? =কর্ণেল অঅনোয়ারুল ইকবাল অ >র্র্যাবের পূর্বনাম কি?? =RAT(Rapid Action Team) >বিচারকার্যে পুলিশের হাতে কি থাকে? =ক)চার্যশিট – এটি পাঠালে মামলা শুরু হয় । খ)ফাইনাল রিপোর্ট—এটি পাঠালে মামলা খারিজ হয় >৪২০ ধারা কি? =পেনাল কোডের একটি ধারা ।যেখানে প্রতারণার জন্য শাস্তির বিধান রয়েছে । >জাতীয় সংসদে র্যাব আইন কবে পাশ হয়? =৯ এপ্রিল,২০০৩ >জামিন কি? =পুলিশী হেফাজত থেকে আসামীকে নির্ধারিত শর্ত শাপেক্ষে নির্ধারিত তারিখে হাজির করানো অঙ্গীকার জামিনদারের নিকট সম্পন্ন করাকে জামিন বলে । >কত ধারায় চার্জশিট দেয়া হয়? =ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারায় । >আটককৃত ব্যাক্তিকে পুলিশ কতক্ষণ আটকে রাখতে পারে??? = ফৌজদারি কার্যবিধির ধারা মতে ,আটকৃত ব্যক্তিকে পুলিশ ২৪ ঘন্টা আটকে রাখতে পারে । >বাংলাদেশে কয়ধরনের আদালত রয়েছে?? =৫ ধরনের,দায়রা আদালত,মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত,প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত,২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত,৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত । >পরোয়ানা কত প্রকার? =১০ প্রকার । >পুলিশ পেট্রোল বা পুলিশ টহল কত প্রকার? =৮ প্রকার collected....................
Posted on: Mon, 19 Jan 2015 06:51:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015