আইবিএ (ঢাকা - TopicsExpress



          

আইবিএ (ঢাকা বিশ্ববিদ্যালয়) এর এমবিএ তে ভর্তি প্রস্তুতির জন্য প্রয়োজনীয় টিপস ও পরামর্শ … .... দেশের শীর্ষ স্থানীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত চাহিদা সম্পন্ন এই কোর্সে ভর্তি হবার স্বপ্ন প্রতিটি মেধাবী শিক্ষার্থীরই থাকে। প্রতিযোগীতামূলক এই কোর্সের ভর্তি পরীক্ষাটি বছরে দুইবার (জুন-জুলাই), (ডিসেম্বর-জানুয় ারী) অনুষ্ঠিত হয়। অধিকাংশ স্টুডেন্টদের ধারনা এই ইন্সটিটিউটে চান্স শুধুমাত্র ভালো প্রতিষ্ঠানের স্টুডেন্টরাই পেয়ে থাকে … কিন্তু প্রতিবারই দেখা যায় এখানে যে কোন প্রতিষ্ঠানের স্টুডেন্টরাই চান্স পায় …এখানে চান্স পাওয়ার জন্য রেজাল্ট বা প্রতিষ্ঠান মুখ্য নয় … শুধুমাত্র মেধা ও পরিশ্রমের মূল্যায়ন হয় … আর আইবিএর জন্য প্রিপারেশন নিলে বাকি ইন্সটিটিউট ও ব্যাংকের জন্য প্রিপারেশন প্রায় ৮০% হয়ে যায়। এছাড়া GRE ও GMAT এর ও প্রস্তুতিও হয়ে যায় ... এছাড়াও আইবিএ – তে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম রয়েছে। যার ভর্তি প্রস্তুতি অনেকটা আইবিএ এর এমবিএ এর মত ,তবে তুলনামূলক ভাবে সহজ। এবং এর সাথে EMBA (ব্যবসা অনুষদ) প্রস্তুতি ও হয়ে যায় … … এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(IBA) , BUP বর্তমানে অধিকাংশ স্টুডেন্ট ও চাকরিজীবী ক্যারিয়ার নিয়ে চিন্তিত ...! ভালো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করতে পারেন নি অথবা কোন কারনে ভালো রেজাল্ট করতে না পারায় ভাবছেন জীবনে উন্নতি এখানেই শেষ ... কিন্তু মনের মাঝে সুপ্ত বাসনা পোষণ করেন আরো ভালো কিছু করে নিজের ক্যারিয়ারকে সাফ্যল্যের চূড়ায় নিয়ে যেতে ... তাদের এই সুপ্ত বাসনাটাকে জাগ্রত করার জন্যই আমার এই লেখা ... আইবিএ এমবিএ এডমিশন টেস্টের প্রশ্নের ধরন • পার্ট ১: মাল্টিপল চয়েস(MCQ) , প্রশ্নমানঃ- ৭৫ , সময়ঃ ৯০ মিনিট নম্বর ডিস্ট্রিবিউশনঃ সেকশন – ১: ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন – ৩০ টি প্রশ্ন্ সেকশন – ২: ম্যাথমেটিকস ৩০ টি প্রশ্ন সেকশন – ৩: এনালাইটিকাল এবিলিটি স্কিল – ১৫ টি প্রশ্ন এই বিভাগে প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে …! পার্ট ২: রিটেন কমিউনিকেশন স্কিল, প্রশ্নমানঃ- ২৫, সময়ঃ- ৩০ মিনিট পার্ট ৩: ইন্টারভিউ পার্ট ১ এর জন্য যেভাবে প্রিপারেশন নিবেনঃ অর্থাৎ যে বইগুলো ফলো করবেন ...! --------------- --------------- --------------- --------------- -------------- প্রথমে আপনি বিগত বছরের প্রশ্ন গুলো একবার দেখুন এবং প্রশ্ন প্যাটান লক্ষ্য করুন ... তারপর নিচের বইগুলো অনুশীলন করে এই প্রশ্নগুলো দিয়ে নিজেকে যাচাই করুন MATH : 1. Mentors Math Q Bank 2. Saifurs Math Guide 3 Saifurs Geometry 4. Novas GRE Math Bible English ; 1. Any Word Book For Vocabulary (এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারন যে ধরনের প্রশ্ন আসে , নিজের Vocabulary সমৃদ্ধ না থাকলে এই গুলোর উত্তর দেওয়া প্রায় অসম্ভব ... ) S@ifurs vocabulary Or words from mentors’ guide book Or word smart 2. Cliffs TOEFL (for grammar part) .. For Analytical ability : 1. GRE big book( for puzzle section) 2. GMAT official guide ( for critical reasoning and data sufficiency) পার্ট 2 এর জন্য যেভাবে প্রিপারেশন নিবেনঃ আপনি এমসিকিউ পার্ট এর প্রিপারেশনের জন্য যা যা পড়েছেন সেইগুলো এই অংশের উত্তর করার জন্য যথেষ্ট …! যে বিশয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে সেইগুলো হল I. কোন শব্দের বানান যেন ভুল না হয় II. ব্যাকরণ জনিত কোন ভুল যেন না হয় III. লেখাটা যেন প্রাসঙ্গিক হয় এমন কিছু সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যাতে করে ইংরেজীতে লিখা যে কোন আর্টিকেলে কোন স্পেলিং বা গ্রামাটিক্যাল ভুল আছে কিনা সেটা খুব সহজে খুজে বের করতে পারবেন। পাশাপাশি ভুলগুলো শুধরে নেয়ার জন্যে পাবেন সাজেশন। চলুন দেখে নিই এমন কিছু অনলাইন টুল: ১. স্পেলচেকার.নেট: spellchecker.net/ ২. পলিশমাইরাইটিং: polishmywriting ৩. গ্রামারলি: grammarly/ ৪. স্পেলচেক প্লাস: spellcheckplus/ ৫. পেপার রেটার: paperrater/ ওয়েবসাইটে জানা যাবে বিস্তারিত তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়: du.ac.bd iba-du.edu iba-du.edu/index.php/page/view/354 [Courtesy: কামরুল হাসান MBA(IBA,DU)]
Posted on: Wed, 10 Dec 2014 05:55:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015