আউটসোর্সিং ওয়েব - TopicsExpress



          

আউটসোর্সিং ওয়েব ডিজাইন আমি Engineer sm ibrahim .sumon আপনাদের সবাই কে জানাই আমার সালাম ও শুভেচ্ছা । কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই । আপনাদের সবাই কে আমন্ত্রণ জানাচ্ছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) জানার জন্য। SEO বর্তমান সময়ের এমন একটি বিষয় যেটা Freelancer দের কাছে Hot Cake এর মতো । সম্পূর্ণ ভার্চূয়াল অফিস স্টাইলে কাজ করে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে সবচেয়ে সহজে এবং খুব দ্রুততার সাথে অর্থ উপার্জন করা যায় একমাত্র SEO এর কাজ করে । অনলাইনে SEO এর কাজ করার জন্য রয়েছে অনেক গুলো মা্র্কেট প্লেস । যেমন : - 1) freelancer. 2)odesk. 3) elance 4) scriptlance সহ আরো অনেক মা্র্কেট প্লেস । যে মা্র্কেট প্লেস গুলোতে কাজ করে সহজেই উপার্জন করতে পারি বিপুল পরিমান অর্থ । আপনারা যাতে খুব সহজে SEO সম্পর্কে ভালো ধারনা পেতে পারেন সেজন্য আমরা আমদের এই সাইট টির SEO Outsourcing এর পাতায় SEO এর উপর বাংলায় বিস্তারিত বর্ণনা দিয়েছি। এছাড়া SEO এর কাজ ইন্টারনেটের মাধ্যমে কোথায় কি ভাবে করে অর্থ উপার্জন করবেন, তার উপর আমাদের এই সাইট টির Outsourcing পেজ এ আলোচনা করা হয়েছে । আশা করি আপনারা আমাদের সাথে ধৈর্য্য সহকারে থাকবেন এবং SEO শিখে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জন করবেন । Outsourcing in সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)। Freelancer, oDesk সহ অন্যান্য Online Market Place Website এর মাধ্যমে Online এ Earn করার অনেক ক্যাটাগরি রয়েছে। তবে সব থেকে সহজ পদ্ধতি গুলোর একটি হলো Search Engine Optimization (SEO)। আর Outsourcing এর এ জায়গাটিতে কাজ ও পাওয়া যায় সহজে। কিন্তু অনেকেই এখানে কাজ করতে গিয়ে মহা বিপদে পড়ে যান। সহজে বুঝে উঠতে পারেন না, এখানে কি ভাবে কাজ করবেন। যারা এই ধরনের সমস্যায় পড়েন তারা আমার এই লেখা টি খুব মনোযোগ সহকারে পড়লে Search Engine Optimization (SEO) সম্পর্কে তাদের অনেক ভালো একটা ধারনা হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) হল অনলাইনে মার্কেটিং করা। মনে করুন আপনার একটি প্রতিষ্ঠান আছে, সেখানে কসমেটিকস বানানো হয়ে থাকে। শুধু বানানেই কি কাজ শেষ হবে? আপনার প্রডাক্ট এর বিক্রির জন্য নিশ্চয়ই মার্কেটিং মানে বিজ্ঞাপন দিতে হবে। ঠিক তেমনই এসইও করতে হবে তখনই যখন আপনার একটি ওয়েবসাইট থাকবে এবং আপনি চান আপনার ওয়েবসাইটটি যেন সবার কাছে প্রচার হয়। কিন্তু ওয়েবসাইট তো আর কসমেটিকস নয়, সুতরাং মার্কেটিংটা একটু অন্য স্টাইলে করতে হবে। আরও সহজ করে বললে, মনে করুন আপনি একটি ওয়েবসাইট খুলেছেন। এখন ওয়েব সাইটের ভিজিটর পাবেন কোথায়? আপনি Browser ওপেন করে টাইপ করুন itnewsbd.net করেছেন? কি দেখা যায়? দেখা যাবে itnewsbd.net ওয়েবসাইটটা গুগলে দেখা যাচ্ছে। একই ভাবে অন্য যেসব সার্চ ইঞ্জিন আছে সেখানেও যদি আপনি itnewsbd.net লিখেন তাহলে itnewsbd.net সাইট টি চলে আসবে| মুলত: এই কাজ টি করাই হচ্ছে এস ই ও। এছাড়া নতুন কোন সাইটে ভিজিটর বাড়ানোর একমাত্র উপায় হল এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) কেন? যারা ফ্রিল্যান্স কাজ করতে চান, তাদের একটি বড় চাহিদা হল এই সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা। হাজার হাজার ওয়েবসাইট তাদের পৃষ্ঠাকে সার্চ ইঞ্জিনের সবচেয়ে প্রথমে আনার চেষ্টা করে যাচ্ছে। তাই আপনার কাজ পেতে কোন সমস্যা হবে না। যারা নতুন নতুন এই লাইনে আসছেন, তাদের একটি ধারণা দেয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আপনাদের যে কাজটি বেশি করতে হবে তাহল, ওয়েব পেজটি পড়ে সেখান থেকে যথার্থ কী-ওয়ার্ডগুলো বের করতে হবে। অর্থাৎ আপনাকে বুঝতে পারতে হবে, ওই পেজটি কোন বিষয়ের ওপর লেখা ওটা কি একটি কসমেটিক্স পণ্যের ওপর, নাকি ওটা কোন চিকিৎসা সংক্রান- ওয়েব পেজ। তারপর কী-ওয়ার্ডগুলো সেই পেজে বসিয়ে দিতে হবে। এসইও কাদের জন্য? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) আসলে মূলত ওয়েব ডেভলপারদের জন্য দরকার। অথবা আপনার যদি কোন সাইট থাকে তাহলে আপনার জন্যও এটি দরকার। যদি আপনি মনে করেন আপনার ওয়েবসাইটের সাথে দুনিয়ার সবার একটা সম্পর্ক স্থাপন করবেন। অথবা যদি মনে করেন এ্যাড দিয়ে সাইট থেকে ইনকাম করবেন তাহলে আপনার জন্যই দরকার Search Engine Optimization । এক কথায় আপনি যদি আপনার ওয়েবসাইট দিয়ে Earn করতে চান তাহলে আপনার অবশ্যই Search Engine Optimization জানতে হবে, শিখতে হবে এবং সেটা করতে হবে। । SEO করলে কি হবে? Search Engine Optimization করলে আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়বে। আপনার ওয়েবসাইটের চাহিদা বাড়বে। আপনার ওয়েবসাইটের অনলাইনের ভ্যালু বাড়বে। page rank বৃদ্ধি পাবে। আপনার ওয়েবসাইট দিয়ে Micro workers এর কাজ করে ইনকাম করতে পারবেন। আপনার ওয়েবসাইট দিয়ে google adsense থেকে আয় করতে পারবেন। SEO এর প্রাথমিক কর্ম পরিকল্পনা আপনার ওয়েবসাইটের সাথে মিল রেখে উপযুক্ত কি ওয়ার্ড সিলেক্ট করা। সব ধরনের সার্চ ইঞ্জিনে আপনার সাইট সাবমিট করা। সব ধরনের প্রকার মেটা ট্যাগ ব্যবহার করা। সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি url এর ব্যবহার। সঠিক হেডিং এর ব্যবহার। আপনার সাইটের লোড কমিয়ে আনতে হবে। ওয়েব ডিরেক্টরি গুলতে নিজের সাইট সাবমিট করা। মাস মেইলিং প্রসেস। ব্যাক লিঙ্ক তৈরি করা। সুস্থ ও উন্নত কন্টেন্ট। alt এট্রিবিউট এর ব্যবহার। robottxt এর ব্যবহার। nofollow লিঙ্ক নিয়ে ভাবনা। SEO যেভাবে সাইটকে এনালাইসিস করে সবাই চায় তার ওয়েব সাইটটি Google কিংবা অন্য কোন Search Engine এ সবচেয়ে উপরের দিকে থাকুক। সেটা করতে গিয়েই একটি টার্ম খুব প্রচলিত, সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ Search Engine গুলো কিভাবে আপনার ওয়েবসাইটকে এনালাইসিস করছে এবং কিভাবে সেটা সার্চের ফলাফল হিসেবে নিয়ে আসছে, সেটা অপটিমাইজ করা। SEO এর মূল উদ্দেশ্য হল কোন কিছু দিয়ে Google গিয়ে Search করলে যেন আপনার Website এর পৃষ্ঠাটি যেন প্রথমে চলে আসে। তাতে আপনার পৃষ্ঠায় ট্রাফিক বেশি আসবে। বেশি মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করবে। যদিও পুরোপুরি সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা একটি বেশ জটিল বিষয়। তবুও কিছু ছোট ছোট পদক্ষেপ আপনাকে অনেক সাহায্য করতে পারে। আর যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং-এর কাজ করতে চান, তারা itnewsbd.net এই ওয়েবসাইটের ঠিকানায় যোগাযোগ করে ট্রেইনিং নিতে পারেন। বাংলাদেশে সব থেকে মানসম্মত উপায়ে হাতে কলমে এখানে এসইও এর ওপর এসইও স্পেশালিস্টরা কোর্স করিয়ে থাকেন। Search Engine Optimization টিপস : নিচে Search Engine Optimization সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেয়া হল। আশা করি আপনারা ধৈর্য্য সহকারে মনোযোগ দিয়ে পুরো বিষয় টি পড়বেন। 1. Website Pagerank : প্রথমেই আপনি যে কাজটি করতে পারেন, তা হল আপনার ওয়েবসাইটটির একটি গ্লোবাল অবস্থান (Pagerank) জেনে নিতে পারেন। এর জন্য মোটামুটি একটি ওয়েবসাইট হল অ্যালেক্সা.কম (htp://alexa)| বিখ্যাত অ্যামাজন.কম এই ওয়েবসাইটটি পরিচালনা করে থাকে। সেখানে গিয়ে আপনি যদি আপনার ওয়েবসাইটের ঠিকানাটি লিখে দিন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার সাইটের অবস্থান (Pagerank) কোথায়। তবে একটি বিষয় এখানে বলে রাখা ভালো যে, অ্যালেক্সাতে আপনার ওয়েবসাইটের অবস্থান একদম নিরঙ্কুশ সঠিক নয়। তবে মোটামুটি একটা ভালো গাইডলাইন পাওয়া বটে। আপনার লক্ষ্য হবে সেই অবস্থান উপরের দিকে ওঠা। অর্থাৎ ১ হল সর্বোচ্চ অবস্থান। দশ হাজার হল নিচের দিকের অবস্থান। 2. Website Resigtration in Search Engine : আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিনে রেজিস্ট্রেশন করুন। এটা করতে বিভিন্ন রকমের সফটওয়্যার পাওয়া যায়। সেগুলো ব্যবহার না করে, সরাসরি নিজেই কাজটি করতে পারেন এই ঠিকানায়- htp://google/ addurl/?continue=/addurl অথবা xml-sitemaps এ ঢুকেও Sitemap তৈরি করতে পারেন। 3. Content Title : প্রতিটি ওয়েব পেজের জন্য Content অনুযায়ী একটি Title থাকে। সেই Title টি থেকে Search Engine বুঝতে পারে, এই পৃষ্ঠাটি কিসের ওপর নির্মিত। এখানে আরেকটি কথা বলে নেয়া প্রয়োজন। বিভিন্ন Search Engine এ রয়েছে রোবট- যা বিভিন্ন সময়ে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে পড়ে নিয়ে আসে। আমরা যেমন Internet Browse করে Web Page বিভিন্ন Browse এ Load করি ঠিক একইভাবে রোবটগুলো (মূলত সফটওয়্যার) বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সব পৃষ্ঠা নিজের কাছে নিয়ে আসে। তারপর বিভিন্ন রকম অ্যালগরিদমের ভিত্তিতে সেই পৃষ্ঠাটিকে এনালাইসিস করে থাকে। পৃষ্ঠার টাইটেল হল তেমন একটি প্যারামিটার। এটা অনেকটা আপনার বাড়ির নামের মতো বাড়ির নাম যদি হয় স্বপ্ননীড় তাহলে রোবট ধরেই নেবে এই বাড়িটি হবে স্বপ্নময়। আর আপনার বাড়ির নাম স্বপ্ননীড় দিয়ে যদি কাজ দেখান তার উল্টোটা তাহলে আর রেহায় নেই 4. Titile Use : আপনার Website টিকে অন্যান্য ভালো ওয়েবসাইটের সাথে Link করুন। অর্থাৎ ভালো কোন Website যদি আপনার Website কে তার কোন লেখায় কিংবা পৃষ্ঠায় Link দেয়, তাহলে রোবট বুঝতে পারে আপনার Web Page টি গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, CNN কিংবা BBC যদি আপনার কোন পৃষ্ঠার Link তাদের কোন পেজে ব্যবহার করে, তাহলে তার মূল্য অনেক বেশি হবে। তাই ভালো ভালো Website গুলোর সাথে কাজ বা Link করার চেষ্টা করুন। 5. Link Create : আপনার Website টিকে অন্যান্য ভালো ওয়েবসাইটের সাথে Link করুন। অর্থাৎ ভালো কোন Website যদি আপনার Website কে তার কোন লেখায় কিংবা পৃষ্ঠায় Link দেয়, তাহলে Robot বুঝতে পারে- আপনার Web Page টি গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, CNN কিংবা BBC যদি আপনার কোন পৃষ্ঠার Link তাদের কোন পেজে ব্যবহার করে, তাহলে তার মূল্য অনেক বেশি হবে। তাই ভালো ভালো Website গুলোর সাথে কাজ বা Link করার চেষ্টা করুন। 6. False Reference পারিহার করা : এবারে উল্টোটা দেখে নিন। উপরে যেখানে বললাম যে, অন্য কোন Website যদি আপনার Website এর Refarenche দিয়ে থাকে, তাহলে আপনার Website টির মান ভালো। এবারে আপনি করলেন কি, চালাকি করে নিজেই কিছু Website বানিয়ে কিংবা আপনার বন্ধুদের Website থেকে নিজের Website এ Link দিলেন। অনেক সময় অনেকেই টাকার বিনিময়ে Link Exchange করে থাকে। এ ধরনের Website গুলো Repotation ভালো নয়। আপনার সাইট যদি সেই খারাপ Repotation এর কোন Website এর সাথে যুক্ত থাকে, তাহলে তার জন্য আপনার Website ও ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই ভুল পথ পরিহার করুন। 7 Alt Tag ব্যবহার : ছবির সাথে Alt Tag ব্যবহার করুন। রোবট গুলো শুধু ছবি দেখে বুঝতে পারে না, এটা কিসের ছবি। কিন্তু Image Alt Tag দিলে, Image বলে দিতে পারে এই ছবিটি কিসের। 8. Word Bold : মাঝে মাঝে কিছু কিছু Word Bold করতে পারেন। কিন্তু খুব বেশি নয়। কারণ সেটা পাঠককে যেমন বিরক্ত করে, সেটা রোবট গুলোকেও বিরক্তি তৈরি করে। 9. Site Map Create & Submit : আপনার Website টি যদি অনেক বড় হয়, তাহলে একটি Sitemap তৈরি করতে পারেন এবং সেই Sitemap টি Search Engine গুলোতে Submite করতে হবে। 10. Confident : একটি Website মানুষের জন্য যতটা সুবিধার হক না কেন Search Engine তাকে খুঁজে বের করতে চাইবে। এই সরল বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে। 11. Use English Language : আপনি যদি মোটামুটি English জানেন এবং Internet ও Web Page নিয়ে কিছুটা ধারণা থাকে, তাহলে এই Search Engine Optimization এ নজর দিতে পারেন। 12. Link Exchange : আপনি আপনার Website এর বিষয় Internet এ খুঁজুন এবং একই ধরনের Blog গুলোর লেখকের সাথে যোগাযোগ করে তাদের Link আদান প্রদানে আমন্ত্রণ জানাতে পারেন। 13. Blog Site এ Link Create : অন্যের Blog Site আপনার Website এর Link Create করার জন্য Website এর Address এর জায়গায় আপনার Website এর Link বসিয়ে দিন। 14. Forum Posting Site এ Backlink Create : বিভিন্ন Forum Posting Website এর Forum এ অংশগ্রহণ করুন এবং প্রতিটি Forumএর Signature বলে একটি অপশন থাকে সেখানে আপনি আপনার Website এর ঠিকানা ব্যবহার করতে পারেন। Forum এ signature Link এর পাশাপাশি Website Link রেখে অন্য সদস্যদেরকে আপনার Website নিয়ে মতামত দিতে বলুনএবং আপনিও অন্যদের Website এর Content এর বিষয়ে মন্তব্য করে Link তৈরি করুন। 15. Article Submit & Backlink Create : অনেক Website আছে যেগুলোতে Free তে বিভিন্ন বিষয় নিয়ে Article জমা দেয়া যায়। সেসব Website এ নিয়মিত Article লিখে জমা দিতে পারেন এবং Article এর ফাঁকে ফাঁকে প্রয়োজন অনুসারে আপনার Website এর ঠিকানা বসিয়ে দিতে পারেন। 16. Book Marking & Backlink Create : Digg, StumbleUpon, Technorati এরকম হাজারো Website আছে যেগুলোতে কোন একটি Website কিংবা কোন Website এর নির্দিষ্ট পাতা Bookmark করা যায়। Bookmark কেবল Search Engine ই উপকার করে না বরং ওইসব Website থেকে পাঠক পেতেও সাহায্য করে। 17. Directory Submit & Create Backlink : Internet এ হাজারো কোটি বিভিন্ন বিষয়ের directory আছে যেগুলোতে Free কিংবা পয়সা খরচ করে আপনার Website বিবরণ জমা দিতে পারবেন। যদি এজন্য আপনার কোন বাজেট না থাকে, তবে Free directory গুলো খুঁজে বের করুন এবং regular link হিসেবে Website এর বিবরণ জমা দিন। বেশির ভাগ directory †Z receprocal link অপশনটি ফ্রি থাকে। Directory টি খুব জনপ্রিয় না হলে receprocal link Option টি ব্যবহার করার দরকার নাই | Regular link Option এ কেবল আপনার Link ওদের ওয়েবসাইটে থাকবে আর receprocal link Option ওদের Website এর Link আপনার Website এ রাখার বিনিময়ে ওরা আপনার Link ওদের Wevsite এ রাখবে অর্থাৎ Link আদান প্রদান করতে হবে। । 18. পুরনো পৃষ্ঠায় Link তৈরি : যতটা সম্ভব আপনার যে কোন পৃষ্ঠায় অন্য কিছু পুরনো পৃষ্ঠার লিঙ্ক দিন। এই লিঙ্কগুলো থেকে রোবটগুলো বুঝতে পারে, এই পৃষ্ঠাটি ঠিক কিসের ওপর তৈরি করা। রোবটগুলোতে আর আমাদের ভাষা ততটা বুঝতে পারে না (কিছুটা পারে)। তাই এমন লিঙ্ক থেকে বুঝতে পারবে, কোথায় কোথায় এবং কোন কোন পৃষ্ঠার জন্য লিঙ্ক দিচ্ছেন। তার অর্থ হল, এই পৃষ্ঠাতে নিশ্চই তেমন সব জরুরি বিষয় রয়েছে। নইলে আপনি লিঙ্ক দেবেন কেন? এই যুক্তিতে রোবটগুলো বুঝতে পারবে আপনার তৈরি পৃষ্ঠাটি কিসের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে 19. Unique Content হতে হবে : সব Search Engine মূলত Unique Content কে বেশি প্রাধান্য দেয়। তাই চেষ্টা করা উচিত Website এর Content গুলো যেন অন্যান্য Website থেকে একটু আলাদা হয়। এর পরে আপনি আপনার Content অনুযায়ী কিছু জনপ্রিয় Keyword আপনার Content Page এ যোগ করে দিন। উদাহরণ আপনার Website টি যদি IT News & Tutorial এর জন্য হয়ে থাকে তাহলে আপনি Óit news, tutorial, design, এই রকম কিছু লিখা যোগ করে দিতে পারেন। মূলত আমারা Keyword এর মধ্যে ওই সব ওয়ার্ড লিখি যেগুলো User রা বেশিবার লিখে থাকে। 20. আপনার সাইট এ প্রচুর Link রাখুন : কারণ Search Engine Spider গুলো এই Link গুলোকেই তাদের টার্গেটে রাখে। তাই মানসম্মত ও প্রাসঙ্গিক Link তৈরি করুন। প্রত্যেকটি Link এ অবশ্যই Title Tag টি লিখুন। এই Tag এর মধ্যে আপনার Link এ ছোট করে কিছু বর্ণনা লিখে দিন। 21. Importance on Document : Search Engine Spider গুলোর কাছে Image ও Flash এর গুরুত্ব কম। তাই আপনার Website টিকে Search Engine Spider গুলোর কাছে গুরুত্বপূর্ণ করে তুলতে Image এর থেকে তথ্য এর দিকে বেশি মনোযোগী হোন। আপনার Website টি যদি IFrame অথবা TIMES দিয়ে বানানো হয়ে থাকে তাহলে তা কখনোই Search Engine Spider খুজে নেবে না। কারণSearch Engine গুলো Javascript রান করতে পারে না। 22. Image Alt Tag : আপনি যদি আপনার Website এ কোন Image ব্যবহার করে থাকনে তাহলে অবশ্যই ALT tag টি ব্যবহার করুন। এতে করে Search Engine টি আপনার Image এর Link টি তার Database এ নিয়ে নেবে। পরে যদি কেউ আপনার Image এর মতো Image Search করে তাহলে আপনার Image টি Search এর রেজাল্টে চলে আসবে। 23. Related URL : Search Engine Spider গুলো আপনার Website এর এক্সটেনশন নিয়ে মাথা ঘামায় না। আপনার Website এর এক্সটেনশন (.html,.php.asp, .do) হতে পারে। তবে খেয়াল রাখতে হবে URL এর নাম যেন প্রাসঙ্গিক হয়। 24. Right Spellings : আপনি আপনার Website এ যা নিয়ে লিখছেন তার বানান যেন ঠিক হয়, সেই দিকে লক্ষ্য রাখবেন। কারণ আপনার Content এর বানান যদি ভুল হয় তাহলে সার্চ-এর রেজাল্ট এ কখনোই আপনার সাইট এর নাম আসবে না। 25. Description Post : আপনার Website এর বর্ণনা দিয়ে অন্যান্য Website এ পোস্ট করুন। বিভিন্ন Website এ আপনার মন-ব্য পোস্ট করুন এবং আপনার Website এর Link টি দিন। এতে আপনার Websiteটি খুব সহজেই Search Engine এর কাছে চলে আসবে। একে Backlinking বলে। 26. Sitemap Create & Submit : XML Format এ আপনার Website এর একটি Sitemap বানিয়ে বিভিন্ন Search Engine Directory তে Submit করুন। এতে করে আপনার Website এর Link গুলো খুব সহজেই বিভিন্ন Search Engine এর Database এ চলে যাবে।
Posted on: Wed, 31 Jul 2013 12:32:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015