আওলিয়া কেরামের প্রকৃত পথ - TopicsExpress



          

আওলিয়া কেরামের প্রকৃত পথ যখন ভূলিয়ে দেয়া হয়, বিকৃত করা হয়, হারিয়ে যায় তখন সেখানে প্রকৃত ইসলাম আর থাকে না। ইসলামের নামে শয়তানী পথভ্রষ্টতা বর্বরতা ও কুফরী কায়েম হয়। যেমন আলোহীন আঁধারে চোর ডাকাত দুর্বৃত্ত তাণ্ডব শুরু হয়। যারা আওলিয়া কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা সত্যের সম্বন্ধ হারিয়ে আত্মিকভাবে মৃত ও পথভ্রষ্ট হয়ে গেছে এবং তাদের মাধ্যমে প্রকৃত ইসলাম বিকৃত বিলুপ্ত হয়ে ইসলামের ছদ্মনামে দোজাহানে ধ্বংসাত্মক কুফরি জালেম বাতেল ফেরকা গড়ে উঠেছে, মিল্লাত বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে গেছে। তাই আমাদেরকে আল্লাহতায়ালা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লামের নির্দেশ হিসেবে নিজেদের আত্মা-জীবন, ঈমান-দ্বীন ও দোজাহানের সাফল্য ও মুক্তির স্বার্থে অবশ্যই আওলিয়া কেরামের পথে যুক্ত থাকতে হবে, আওলিয়া কেরামের পথে চলতে হবে যা ব্যতীত আমাদের জীবন আঁধার বিনাশের পথে চলে যাবে। -" ইমাম হায়াত আলাইহে রাহমা " ছুন্নী আন্দোলন,বাংলাদেশ। World Sunni Movement.
Posted on: Mon, 26 Aug 2013 11:20:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015