আওয়ামী লীগ নাকি আগামি - TopicsExpress



          

আওয়ামী লীগ নাকি আগামি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের জন্য ১০০ মার্কের পরীক্ষার ব্যবস্থা করেছে। আসুন একটু কল্পনা করা যাক আওয়ামী লীগের প্রশ্নপত্রটি কেমন হতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান অফিস: গণভবন, ঢাকা সকল প্রশ্নের মান সমান। পূর্ণমান-১০০। ১। ভোলার এমপি শাওনের মতো নিজ পিস্তলের গুলিতে যুবলীগ নেতা ইব্রাহীম হত্যার মতো অভিজ্ঞতা আছে কিনা সংক্ষেপে লিখুন। এরকম অভিজ্ঞতা না থাকলে এ ব্যাপারে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? ২। ময়মনসিংহের গফরগাঁওয়ের এমপি ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দীনের মতো পিস্তল উঁচিয়ে জনতাকে ধাওয়া করার অভিজ্ঞতা থাকলে তার বিস্তারিত বিবরণ দিন। ৩। পটুয়াখালির এমপি রনির মতো সাংবাদিক পেটানোর অভিজ্ঞতা থাকলে রসিয়ে রসিয়ে ব্যাখ্যা করুন। ৪। কক্সবাজারের এমপি বদির মতো সাংবাদিক পেটানেরা অভিজ্ঞতা থাকলে তার ব্যাখ্যা দিন। না থাকলে কেন নেই তার কারণ দর্শান। ৫। সুনামগঞ্জের এমপি সুরঞ্জিতের মতো টাকা চুরির অভিজ্ঞতা থাকলে সবিস্তারে লিখুন। না থাকলে এ ব্যাপারে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করুন। ৬। মাদারিপুরের এমপি আবুল হোসেন যেভাবে পদ্মা সেতু গিলে খেয়েছেণ সেরকম কোন অভিজ্ঞতা থাকলে তার বিবরণ দিন। ৭। গোপালগঞ্জের এমপি কর্ণেল (অব) ফারুক খানের মতো কুইক রেন্টালের মাধ্যমে সরকারের টাকা লোপাট করার অভিজ্ঞতা থাকলে তার বর্ণনা দিন। ৮। চাঁদপুরের এমপি মখা আলমগীরের সাড়া জাগানো নাড়াচাড়া তত্বের মতো কোন তত্ব আবিষ্কার করতে পেরেছেন কিনা তার বর্ণণা দিন। ৯। সিলেটের এমপি আবুল মাল যিনি বলেছেন ৪,০০০ কোটি টাকা কোন টাকাই না, তার মতো মেধা অর্জন করতে পেরেছেন কিনা সংক্ষেপে লিখুন। ১০। উপরের অভিজ্ঞতাগুলো না থাকলে এরকম অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আপনি কী পরিকল্পনা নিয়েছেন তার বিস্তারিত বিবরণ দিন। অপটিমিস্টিক রক্স
Posted on: Fri, 06 Sep 2013 11:25:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015