আওয়ামী লীগের দলীয় - TopicsExpress



          

আওয়ামী লীগের দলীয় অর্থদাতা এবং সরকারের কোষাগার থেকে টাকা নিয়ে এদের আন্দোলন, কর্মসূচী, নিরাপত্তা, খাবার-দাবার, হোটেলবাস ইত্যাদির যোগান দেয়া হয়েছে। জনগণের টাকায় চলে ফিরে এখন এরা সাধারণ জনগণের প্রতি কী ধরণের ভাষা ব্যবহার করেছে তা সবাই দেখছেন। এমনকি এরা আওয়ামী লীগ সরকারের প্রতি সকল সরকারী প্রতিষ্ঠানের অর্থ বরাদ্দ বাতিল করারও আহবান জানিয়ে বলেছে, "দেখি ফকিন্নির পুতেরা এইবার কীভাবে লেখাপড়া করে"। আওয়ামী লীগের ভেবে দেখা উচিত নিজের এবং জনগণের টাকা তারা কাদের পেছনে ব্যয় করল। শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনাসহ তাদের দলেরও অধিকাংশ নেতা ও নীতিনির্ধারক সরকারী প্রতিষ্ঠানে সরকারের অর্থে লেখাপড়া করেছেন। এই শাহবাগী আন্দোলনদের ব্যবহৃত ভাষা দিন শেষে কাদের উপর প্রয়োগ হল আওয়ামী লীগ কি ভেবে দেখছে? - কালুরঘাট সাইবার কেন্দ্র থেকে
Posted on: Sat, 13 Jul 2013 13:20:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015