আগামী #RAW তে #Edge return করবে।তাই - TopicsExpress



          

আগামী #RAW তে #Edge return করবে।তাই এর জীবনী সম্পর্ক কছু জেনে নেইঃ Birth: 30 October 1973 Birth Place: Orangeville, Ontario, Canada Height: 6 ft 5 in (1.96 m) Weight: 241 lb (109 kg) Trained By: Ron Hutchinson & S.D. Siki Debut: 1996 Retired: 2011 ◘ WrestleMania 6 এর দর্শকসারিতে Edge উপস্থিত ছিল এবং Hulk Hogan vs The Ultimate Warrior এর ম্যাচ দেখে তার মনে রেসলার হওয়ার ইচ্ছা জাগে। ◘ Edge ছোটবেলায়(১৮ বছর) Why You Want To Be A Wrestler এই বিষয়ের উপর একটি Eassy Writing কম্পিটিশনে প্রথম হয়। পুরুষ্কার হিসেবে তাকে Ron Hutchinson & Sweet Daddy Siki দ্বারা ফ্রি রেসলিং ট্রেইনিং দেওয়া হয়। ◘ Edge ১৯৯৬ সালে WWE তে অভিষেক করে৷ সে খুব দ্রুতই জনপ্রিয় হয়েউঠে৷ Edge তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই Heel হিসেবে কাটিয়েছে৷ অনেক Wrestling বিসেসগ্য তাকে Heelদের রাজা বলেছেন৷ ◘ পৃথিবীতে খুবইকম Wrestler আছে যারা Heel হয়েও Faceদের থেকে বেশী জনপ্রিয়তা অর্জন করেছেন, Edge তাদের মধ্যে একজন৷ ◘ ২০০১ সালে WrestleMania 17 তে Edge & Christian vs The Dudley Boyz vs The Hardy Boyz (TLC match for WWF Tag Team Championship) ম্যাচে Edge একটি ইতিহাস রচনা করে- ◘ ম্যাচের একপর্যায়ে Jeff Hardy Ring এর মাঝখানে Title ধরে ঝুলতেথাকে এমন সময় Edge সবায়কে অবাক করে দিয়ে এক কান্ড ঘটিয়ে বসে৷ সে ২০ ফুট উচুঁ একটি Ladder থেকে লাফিয়ে Jeffকে এক Spear দেয়!!! ◘ এ ম্যাচটি সে বছর Match Of The Year এর Award পায়৷ আর ঐ Spear এর কারনে Edgeকে The King Of Spear এবং তার ঐ Spearকে The Best Spear Of All Time এর খেতাব দেয়াহয়৷ আজও এ Spearটি Best Spears এর তালিকায় Number 1 এ রয়েছে৷ ◘ Edge হল WWE এর একমাত্র Wrestler যে একসাথে United States Championও ছিল এবং Intercontinental Championও ছিল৷ ২০০১ সালের Survivor Series PPV তে Edge (US Champion) vs Test(IC Champion) ম্যাচে Testকে হারিয়ে সে United States Intercontinental Champion হয়৷ ◘ Edge ২০০১ সালে King of the Ring টুর্নামেন্ট জিতে৷ ◘ Edge WWE এর ইতিহাসের প্রথম TLC ম্যাচ খেলেছে৷ 2006 এর আগে সে কখনোই কোন TLC ম্যাচে হারেনি। Unforgiven 2006 এ John Cena তার স্ট্রিকটি ভাঙ্গে৷ ◘ 2006 এর WrestleMania তে Edge তার First and Last ব্লাডি ম্যাচ খেলে৷ ম্যাচটি ছিল Edge vs Mick Foley (Hardcore Rules Match). ম্যাচের শেষ পর্যায়ে Edge Mick Foleyকে জলন্ত টেবিলের উপর Spear দেয় তারপর Pin করে ম্যাচটি জিতেযায়৷ ◘ Edge 2008 এর আগে কখনো কোনো WrestleMania তে হারেনি৷ The Undertaker WrestleMania 24 এ তার স্ট্রিকটি ভাঙ্গে৷ ◘ Edge সর্বপ্রথম The Undertakerকে TLC ম্যাচে হারায়৷ ◘ Edge হলো WWE এর প্রথম Money In The Bank Winner. সে তার এই MITB কনট্রাক্টটি New Years Revolution এ John Cena এর উপর Cash In করে এবং Cenaকে হারিয়ে Edge তার জিবনে প্রথমবার WWE Champion হয়৷ ◘ Edge হল WWE এর একমাত্র Wrestler যে একই রাতে দুটি Elimination Chamber ম্যাচই খেলেছে(At No Way Out In 2009)৷ ◘ Edge 2010 এর Royal Rumble ম্যাচে 29 Number এ প্রবেস করে এবং John Cenaকে এলিমিনেট করে ম্যাচটি জিতে৷ ◘ Edge এর জিবনের শেষ ম্যাচটি হয়েছিল WrestleMania 27 এ যেখানে সে Alberto Del Rioকে হারিয়ে তার World Heavyweight Championship রিটেন করেছিল৷ ◘ WrestleMania এর পরের RAW তে Edge জানায় যে, তার নেক ইন্জুরির জন্য তাকে Wrestling থেকে অবসর নিতেহবে৷ ◘ পরের Smack Down এ Edge তার World Heavyweight Championshipটি সালেন্ডার করে৷ ঐ রাতে Smack Down শেষ হওয়ার পর Edge এর সম্মানে একটি অনুষ্ঠান করাহয় যার হোষ্ট ছিল Trish Stratus. এ অনুষ্ঠানটি কখনো TV তে দেখানো হয়নি এটি দেখতে হলে You Tube এ দেখতে হবে৷ ◘ 2012 এ Edgeকে Hall Of Fame সম্মাননা দেওয়া হয়৷ ◘ Edge ছিল WWE এর সবচেয়ে সুযগ সন্ধানি Wrestler. সে সব সময় সুযগের সৎ ব্যবহার করতো৷ তাই তাকে বলাহয় The Ultimate Opportunist. Personal Life: ◘ Edge তার বাবাকে কখনো দেখেনি!!! এমনকি কোনো ছবিও না!!!!! ◘ WWE সুপারস্টার Christian তার বাল্য কালের বন্ধু। Class 5 থেকে তারা ২ জন একসাথে পড়াশোনা করেছে। ◘ Edge জীবনে শুধু একবার ধূমপান করেছে (১৬ বছর বয়সে)। ◘ Edge এর স্ত্রী হল Beth Phoenix (WWE Diva). ◘ Edge 2012 এ Bending The Rules মুভিতে Nick Blades নামে প্রধান চরিত্রের ভুমিকা পালন করেছে৷ WWE তে Edge এর অর্জিত Title সমূহ: WWE Championship (4 times) World Heavyweight Championship (7 times) [রেকড] WCW United States Championship (1 time) WWF/E Intercontinental Championship (5 times) World Tag Team Championship (12 times) [রেকড] - with Christian (7), Hulk Hogan (1), Chris Benoit (2), Randy Orton (1) and Chris Jericho (1) WWE Tag Team Championship (2 times) – with Rey Mysterio (1), and Chris Jericho (1) Edge হল Fourteenth Triple Crown Champion. এছারাও Edge 2010 এ Smack Down এর হয়ে Bragging Rights Trophy জিতেছিল৷ Edge WWE তে মোট ৩১বার Champion হয়েছে৷ এটি WWE এর ইতিহাসে সবচেয়ে বেশীবার Champion হওয়ার রেকড যেটা আজ পর্যন্ত কেউ ভাঙ্গতে পারেনি৷ Edge হল একমাত্র Wrestler যে King of the Ring, Money In The Bank & Royal Rumble এ তিনটিই জিতেছে৷ তাছারা Edge সবচেয়ে কম বয়সে (৩৮ বছরে) Hall Of Famer হয়৷ অর্থাৎ Edge হল The Youngest Hall Of Famer. Edge World Heavyweight Champion থাকা অবস্তায় রিটায়ার করে যা একজন Wrestler এর কাছে খুব সম্মানের ব্যাপার৷ Collected
Posted on: Tue, 30 Dec 2014 13:09:23 +0000

Recently Viewed Topics




© 2015