আগামীকাল আমাদের Hermann Gmeiner - TopicsExpress



          

আগামীকাল আমাদের Hermann Gmeiner Batch15 এর RAG Day. Facebook এ দেখলাম সবাই status দিচ্ছে এবং তাদের সব memory moment এর college photo upload দিচ্ছে। আমার তেমন কোনো ছবি নাই so upload দেওয়ার মতোও কিছু নাই but অনেক memories আছে। অনেক emotional লাগতেছে।Hermann Gmeiner এ অনেকেই ৫/১০/১২ এমনকি ১৪ বছর ধরে আছে but আমি মাত্র ১.৫ বছর তার পরেও আমার feelings টা অনেক। আজ একজনের কথা আমার অনেক মনে পড়েছে তিনি হচ্ছেন Nahid Parvin mam তিনি Hermann এর কেউ নন কিন্তু আমার জন্য তিনিই অনেকটা mean করেন কারণ তিনিই আমাকে Hermann এর সম্পর্কে জানান ,আমি তো Hermann Gmeiner College এর নামও জানতাম না তিনিই আমাকে Hermann এ ভর্তি হবার জন্য জোর দেন Thank you very much mam আপনার ঐ great suggestionটার জন্য। আজকে আমার কাছে অবাক লাগে যে Hermann Gmeiner College এ ভর্তি হবার পর ভর্তি cancel করার জন্য আমি কাঁদছিলাম কাল হয়তো সেই Hermann Gmeiner College হতে বিদায়ের সময় কাঁদব। আজকে যখন ক্লাসে Madam আমাকে স্মৃতিচারণ করতে বলেছিল আমার Heartbeat প্রচন্ড বেড়েগেছিল। Hermann এ আমার অনেক new experience হয় যেমন- Auditorium এ বোর্ডের কাজ, Stage Show Hosting etc. So over all its been a short journey but great experience and unforgettable memories for me in Hermann. Hermann Gmeiner এর লাল ইটের দেওয়াল গুলো আমার জীবনের most memorable part হয়ে থাকবে। ঐ লাল ইটের দেওয়াল গুলো কখনো ভুলবো না.
Posted on: Tue, 18 Nov 2014 18:11:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015