আচ্ছা, Asssssins Creed brotherhood-এ কোন - TopicsExpress



          

আচ্ছা, Asssssins Creed brotherhood-এ কোন viewpoint আনলক করতে না পারলে কি কোন সমস্যা হবে?? আমি ১৬টা করছি... কিন্তু একটাতে এসে ওঠার পথ খুঁজে পাইতেছিনা... ওই একজায়গায় গতরাতে প্রায় একঘণ্টা লাফালাফি করছি কিন্তু উঠতে পারিনাই... আর কয়েকটা Borgia Tower-এর দিকে যাইতে গেলে বা সাইন (start new memory)-এর দিকে যাইতে গেলে area not available শো করে?? এটা কেন?? তারমানে কি Rome-এ আরো মিশন বাকি আছে?? আমিতো এই ওই দোকান ব্যাংক আনলক করা ছাড়া আর কিছু খুঁজে পাইতেছিনা... :/ :/
Posted on: Mon, 30 Jun 2014 17:51:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015