আজ অনেক দিন পর নতুনদের - TopicsExpress



          

আজ অনেক দিন পর নতুনদের গাইডলাইন হিসেবে আবার একটা পোস্ট করতে বসলাম। আমার ক্লাইন্টের Hiring Manager হিসেবে কাজ করার দরুন কয়েক দিন আগে আমার একটা জব পোস্ট করার সৌভাগ্য হয়, কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না এটা কে সৌভাগ্য না দুর্ভাগ্য বলব। এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে, আমি দুর্ভাগ্যের কথা কেন বলতেছি। আশা করি আমার পোস্ট এর শেষ অবধি পড়লে আপনাদের এই প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। আমি বাংলাদেশী, এই জন্যে বাংলাদেশী ফ্রীল্যান্সার দের বেশী Priority দেব এটাই স্বাভাবিক(যদিও একজন আমারে বাশ দিছে, তারপর ও সবাই কে এক পাল্লায় মাপলে হবে না। ) এখন আসি আমার জব পোস্টিং এর এর কথায়, আমি অনেক খেটে খুটে অনেক বড় একটা Job Details লিখে জব পোস্ট করলাম, সাথে একটা Word কাভার লেটার এর উপরে লিখতে বলে দিলাম। এর পর জব আনুমানিক ৪০ টার বেশী Application পড়লো। আর Application গুলো পড়তে যেয়ে যা দেখলাম তা শুধুই ইতিহাস। আমি সাথে দুই তা Question এর Answer দিতে বলেছিলাম। এর মধ্যে একটা Question ছিল, What part of this project most appeals to you? নানা গুণীর নানা মতের মত, এটার ও উত্তর আলাদা হবে এটাই স্বাভাবিক। কিন্তু কোন দিন ও ভাবি নাই এমন উত্তর ও দেখতে হবে। আপনারাই দেখুন কি উত্তর এসেছিলঃ What part of this project most appeals to you? Facebook আমি দুইটা ছবি সাথে দিয়ে দিচ্ছি আপনারা নিজেরাই দেখে নেন কি ছিল? একজন তো লিখছে, Please See the Attachment but I was unable to find any document with his/her application. আর এতো বড় Application এতো বড় যে আমি দেখেই close করে দিসি, তো ভাবুন ক্লাইন্ট কি করতে পারে। এতোক্ষন অনেক কথাই বললাম, এখন আসি কিভাবে ভালো কাভার লেটার কিভাবে লিখতে হয়। ভাই আগে আগে Apply করলেই আপনার serial আগে আসবে তা নয়। কাভার লেটার উপায় ও নিয়মাবলিঃ ১# ভালো করে Job Description ভাল করে পড়ে নেবেন। ২# Job Description এর ওপর একটা থিম মাথায় দাড় করান, ইংরেজীতে না বাংলাতে। তারপর সেই কথা গুলো ইংরেজী তে অনুবাদ করে ফেলুন। ৩# আগে খুজে বের করার চেস্টা করুন ক্লাইন্ট এর নাম আছে কিনা। থাকলে সরাসরি তার নাম ধরে সম্মধোন করুন। যেমনঃ Hello Kajol pasha. না থাকলে শুরু করেন, Hello, Hi, Dear দিয়ে। ৪# প্রথম দুই বা তিন লাইন এর মধ্যে এমন কিছু লেখার চেস্টা করুন যাতে করে, পরের অংশ পড়ার আগ্রহ আসে। ৫# কাভার লেটার ২০০ শব্দের মাঝে লিখার চেস্টা করুন। বেশী বড় করার চেস্টা করবেন না। ৬# Job Description এ কোন Question থাকলে তার উত্তর দেবার চেস্টা করুন। ৭# Relative Experience share করার চেস্টা করবেন। যাতে করে Client বোঝে আপনি Perfect. 8# Strong English use করার চেস্টা করুন। ৯# আপনার কাজ সম্পর্কে ভাবনার কথা জানাবেন। যাতে ক্লাইন্টের মাঝে আপনাকে নিয়ে একটা ভাবনার সৃষ্টি হয়। ১০# আপনার Availability কতটুকু তা জানাতে ভুলবেন না। ১১# শেষ করুন Regards, Greetings দিয়ে। যা করবেন না বা করা যাবে নাঃ ১# কপি পেস্ট। ২# Job Description না পড়ে apply. ৩# ক্লাইন্টকে ফ্রী কাজের অফার , আপনাকে টেস্ট করার জন্যে বলতে পারেন। ৪# আপনার Contact information দিবেন না। ৫# অযাথা কথা বাড়ায়ে কাভার লেটার বড় করবেন না। আমার লেখা একটা কাভার লেটার আমি এখন দিচ্ছি Job Description সহঃ SEO Team Managerঃ Hi I am expert onsite and also off site optimizer. I can do your job very successfully. I have proven track records in odesk and very good reputation too. Previously I worked for many clients as SEO manager. There were many people work in my team. I make working plan for them and assigned them on different kinds task regularly. If they failed or unable to did that then I will trained them. I am able to do all kind SEO work beside this I can do some graphics works, Wordpress design, Wordpress modification, Writing, client management and others too. You can get Idea about my works from Odesk feedback and your idea will be clear about my idea if we discuss about in interview. I am available for your work for long term. Regards Rouf আমার লেখায় অনেক ভুল আছে, আমি শুধু Example হিসেবে দিলাম। এটার অপব্যবহার করিয়েন না। লেখায় ভুল হলে ক্ষমা করবেন। আশা করি আপনারা আমার সাথেই আছেন। আজকের মত বিদায়। (Please Dont send me friend request please. You can follow me and if you need more help post here, and also tag me is that. I will help you, and also many expert are present here to help you willingly)
Posted on: Tue, 20 Jan 2015 19:45:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015