আজ আদালতে হাজিরা দিতে - TopicsExpress



          

আজ আদালতে হাজিরা দিতে এসে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে চ্যালেঞ্জ করে যেখানেই জয় নির্বাচন করবেন সেখানেই প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। এহছানুল হক মিলনের মামলাগুলি খুব হাস্যকর!তার মামলাগুলির মধ্যে অন্যতম স্বর্ণের নেকলেছ, মোবাইল চুরি, গরু চুরি , মানিব্যাগ চুরি,মোটর সাইকেল চুরি এবং ছিনতাই ইত্যাদি!এসব হাস্যকর মামলায় প্রায় দেড় বছর জেল খাটেন সাবেক এই মন্ত্রী! আর এমনটা হওয়াই স্বাভাবিক! দেখতে হবে না উনার বিরুদ্ধে মামলাগুলি কে করেছিলেন!উনার বিরুদ্ধে এসব মামলা জেল-জুলুমের মুল কারিগর হলেন তারই নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী মখা আলমগির দ্যা গ্রেট!!!
Posted on: Tue, 17 Sep 2013 17:30:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015