আজ আপনাদের একটা টিপছ - TopicsExpress



          

আজ আপনাদের একটা টিপছ দিতে মন চাইতাছে । . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ভুল ত্রুটি হইলে সংযোজন বিয়োজন করে নিয়েন । যাই এবার শুরু করি । আপনারা সবাই আম্লীগ এর সঙ্গা জানেন । কিন্তু এর প্রকারভেদ এখনো রপ্ত করিতে পারেন নাই । তাহাদের জন্য এই পোস্ট । আম্লীগ আসলে প্রধানত দুই ধরনের । ১। রাজনৈতিক ২। ধর্মীয় । ১মটি রাজনীতি নিয়ে ব্যাস্ত থাকে আর দ্বিতীয়টি ধর্মীয় ভাবে রাজনীতির সহযোগিতা করে । যাইহোক রাজনৈতিক ভাবে আম্লীগ কত প্রকার তানিয়ে অনেকের মধ্যে মতভেদ রহিয়াছে । এখানে আমার নিজস্বমতে উহা কয়েক ফিরকায় বিভক্ত ১। আওয়ামীলীগ ২। যুবলীগ ৩। ছাত্রলীগ ৪। শ্রমিকলীগ ৫। কৃষকলীগ ৬। আর ২য় হল ধর্মীয় উহা নিয়েও মতান্তর রহিয়াছে । তবে এই শ্রেনীর লীগ একটু অপরিচিত থাকে । তাহারা সময়গতিতে সাহাজ্য করিয়াথাকে । যেমন ধরিয়া লউন ভুটের সময় । অনেক সময় বিভিন্ন দালালীকরিয়া । এই শ্রেনীর নামগুলো হইল নিন্মরূপ ১। তাবলীগ ২। চরমোনাইলীগ ৩।আহলেহাদিসলীগ ৪। আহলে মাজারলীগ । ৫।ইসলামী আন্দোলনলীগ ৬। যাকেরলীগ ৭। আটroশিলীগ ৮।ভান্ডারিলীগ ৯। সকলধরনেরপীরলীগ ১০। হিন্দুলীগ ১১।নাস্তিকলীগ ইত্যাদি এছাড়াও এক ধরনের লীগ লক্ষ্যকরা যায় । ভারতীয়লীগ পুলিশলীগ আমেরিকানলীগ । (কইলাম্মতো ভুল হইলে ধরিয়ে দিবেন )
Posted on: Tue, 05 Nov 2013 06:50:44 +0000

Trending Topics



>

Recently Viewed Topics




© 2015