আজ আমাদের বিয়ের এক যুগ - TopicsExpress



          

আজ আমাদের বিয়ের এক যুগ হয়ে গেলো - Wedding Anniversary’ র কথা ভুলেও গেছিলাম, আজ ভোরে ও আমাকে মনে করিয়ে দিলো । সবই হটাত করেই মিলে গেলো । গতকাল ননাস (Sister - in - law ) দাওয়াত চেয়ে নিয়েছিলো - ওরা আমার বাসায় আসার জন্যে ব্যাকুল থাকে । গতকাল যখন ভালো feel করতে শুরু করেছি মধ্যরাতে Cheese Cake আর butter Cake বানিয়েছিলাম ওদের জন্যে - দিনের বেলা শরীর একদম ভালো ছিলোনা বলে। আজ তা কাজে লেগে গেলো - যদিও সকালে উঠে শাশুড়ি সহ সবার প্রিয় খাবার গুলো রান্না করেছি - সবাইকে নিয়ে অনেক গল্প - গুজব করে Anniversary Celebrate করা হোল । সকল বন্ধুদের জন্যে আমার এই শুভ দিনে আমার প্রিয় রজনী গন্ধার শুভেচ্ছা । দোয়া করবেন যেন সুস্থ থাকি চিরকাল । Happiness in marriage is not something that just happens. A good marriage must be created. In marriage the little things are the big things. It is never being too old to hold hands. It is doing things for each other, not in the attitude of duty or sacrifice, but in the spirit of joy. It is speaking words of appreciation and demonstrating gratitude in thoughtful ways. It is not looking for perfection in each other. It is cultivating flexibility, patience, understanding and a sense of humour. It is having the capacity to forgive and forget. It is giving each other an atmosphere in which each can grow old. It is a common search for the good and the beautiful. It is establishing a relationship in which the independence is equal, dependence is mutual and the obligation is reciprocal. It is not only marrying the right partner; it is being the right partner.
Posted on: Sun, 24 Aug 2014 08:07:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015