আজ আমার জন্মদিন সবাই - TopicsExpress



          

আজ আমার জন্মদিন সবাই আমাকে শুভেচ্ছা জানাচ্ছে,। দেখতে দেখতে অনেক গুলো বছর পার করছি, ফেসবুকে ঢুকেই দেখতে পেলাম যে আমাকে বলা হচ্ছে, Today your birthday আসলে এখন আর জন্মদিনে আগের মত আনন্দ লাগে না। কেন লাগেনা তা জানি না। হয়তো বড় হয়ে গেছি তাই লাগেনা। তারপরে ও মনে হয় এই দিনটিকে আলোচিত করে রাখতে। আজকে ভাবতে বসলাম যে কিভাবে এই দিনটিকে আলোচিত করে রাখবো। আমার খুব আপন একজন SMS দিয়ে আমাকে শুভেচ্ছা জানালো। তার মেসেজটি ছিল এমন “Shuvho jonmo din SumoN” prithibir somosto shok hashi r valobasha tumar jonno… Love u, এই SMS দেখার সাথে সাথেই মনটা অন্য রকম আনন্দে ভরে গেল। মনে হল এখনও বেচে আছি, ভাল আছি। আসলে ভাল আছি তা মাঝে মাঝে ভাবতেও ভাল লাগে। শুভ জন্মদিন আমার নিজেকে, সেই সাথে সকলের জন্য দোয়া রইলো, সবাই ভাল থাকুক, আল্লাহ সবাইকে ভাল থাকার ক্ষমতা দান করুক। সুমন [[100001812183017]]
Posted on: Sat, 10 Jan 2015 06:31:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015