আজ এক ছাগুপেজে দেখলাম - TopicsExpress



          

আজ এক ছাগুপেজে দেখলাম তারা দাবি জানিয়েছে, ৯০ শতাংশ মুসলমানের দেশে মালাউন কবি রবিন্দ্রনাথের লেখা গানকে জাতীয় সংগীত হিসাবে মেনে নেওয়া হবে না। !!!!!!!!!!! পোষ্টটিতে ৫০০ এর উপর লাইক! আর কমেন্ট গুলা পড়ে সবচেয়ে বেশি বিনোদন পেলাম!! যেমনঃ - রাইট এডমিন - একদম ঠিক। মালাউনের রচিত গান জাতীয় সংগীত মানা হবে না। কালেমা হবে আমাদের জাতীয় সংগীত ! - রবিন্দ্রনাথের কবিতাগুলা ভালই লাগে কিন্তু হালা মালাউন - রবিন্দ্রনাথ হিন্দু ছিল| কিন্তু পরে মুসলমান হয়ে যায়। - আপনাকে কে বলল রবিন্দ্রনাথ মুসলমান ছিল? - আরে কাফিরের বাচ্চা রবিন্দ্রনাথের মুখে দাড়ি ছিল জানো না? - দাড়ি থাকলেই কি মুসলমান হয়? রবিন্দ্রনাথের বড় চুল ছিল। আর ইসলামে বড় চুল রাখা হারাম। - ঠিক বলেছেন ভাই। দাড়ি থাকলেই মুসলমান হয় না। ইসলামে দাড়ি রাখা হালাল কিন্তু চুল রাখা হারাম। - রবিন্দ্রনাথ মালাউন এইডা শিওর। ইসলামে চুল রাখা হারাম। দেখেন না ক্রিকেটার হাশিম আমলার দাড়ি আছে কিন্তু চুল নায়। ********** এইসব কমেন্ট পড়ে আমিও কমেন্ট করলাম ... - ভাই তাহলে হাশিম আমলাকে বলেন একটা গান লিখতে। আর সেই গানটা বাংলাদেশের জাতীয় সংগীত বানান!!! :P
Posted on: Wed, 23 Oct 2013 12:52:53 +0000

Trending Topics



5">A year ago I had a fitful nights sleep. The reason why was simple:
Dành cho những kẻ đang... chán đời "Chúng ta càng
1 Samuel 8 - 1. E SUCEDEU que, tendo Samuel envelhecido,
A Controller Desenvolvimento e Serviços, empresa especialista em
國度 復興 新台灣 Taiwan kingdom Revival 大愛

Recently Viewed Topics




© 2015