আজ একটি গ্রুপ এ পোষ্ট - TopicsExpress



          

আজ একটি গ্রুপ এ পোষ্ট দেখলাম Motorola Droid Turbo ফোনটির ব্যাপারে.. সেখানে বলা হয়েছে ফোনটির মূল্য 200 US Dollar বা 16000 টাকা :v ব্যাপারটা খুবই হাস্যকর । কাউকে অপমান করার ইচ্ছে নেই তবুও সবার ভালোর জন্য এই পোষ্টটি । ফোনটির spec - Form factor Touchsceen Battery capacity (mAh) 3900 Screen size (inches) 5.20 Touchscreen type Capacitive Resolution 1440x2560 pixels Pixels per inch (PPI) 565 Colors 16M Processor 2.7GHz quad-core Qualcomm Snapdragon 805 RAM 3GB Internal storage 32GB Camera-Rear camera 21-megapixel Flash Yes Front camera 2-megapixel Operating System Android 4.4.4 ফোনটির আসল মূল্য 600 US Dollar !!!! বা 50000 টাকা !!! :3 যার প্রমান- verizonwireless/smartphones/droid-turbo/ এই ধরনের পোষ্ট দিয়ে ভোগান্তি সৃস্টির কোনো মানে হয় নাহ.. 50000 টাকার ফোনকে 16000 বানায়া ফেলসে :v তাই আপনাদের সহযোগিতায় আমরা ছিলাম,আছি,থাকবো :) ধন্যবাদ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে একটিভ থাকুন
Posted on: Thu, 30 Oct 2014 19:19:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015