আজ একটা পোস্ট দিয়েছিলাম - TopicsExpress



          

আজ একটা পোস্ট দিয়েছিলাম যে নতুন রুটিনে পরীক্ষা দেই পরে নতুন সরকার এলে আবার নাহয় আন্দোলন করবো কিন্তু অনেক ভাই ই বললেন যে আমরা ৪ বছর ইয়ার লস খেতে রাজি আছি . তাহলে অই কথাই থাক নতুন সরকার না আসা পর্যন্ত আমরা কোনো পরীক্ষা দিবোনা। সেই সাথে প্রথম পর্বের ক্লাস ও শুরু হইতে দিবোনা। আমরা যদি পরীক্ষা নাদেই তাহলে এবার ৮ম পর্ব পাস করা কোনো ব্যাচ বের হবেনা ফলে ডুয়েট সহ বেসরকারি ভার্সিটি সমস্যায় পরবে। পরীক্ষা বর্জন তো অনেক করলাম কিন্তু সেই কথা বোর্ড আর আমরা ছাড়া আর কেউ জানেনা . দেশের যে মিডিয়া আমাদের পক্ষ নেওয়াতো দুরের কথা আমাদের নিউজি দেয়না। আর এই মুহূর্তে রাজনৈতিক দলের অনেক বড় আন্দোলনে আমাদের আন্দোলন ঢাকা পরবে। দেখুন কয়টা আর গাড়ি ভাংচুর করবেন যেখানে টানা ৩দিনের হরতাল হচ্ছে . এই সরকারের মেয়াদ শেষ তাই এরা কোনো গেজেট পাস করতে পারবেনা. এখন নতুন সরকার না আসা পর্যন্ত আমরা কোনো পরীক্ষা দিবোনা কোনো ক্লাস হইতে দিবোনা। সবচেয়ে ভালহয় স্যারদেরও কলেজে ঢুকতে না দেয়া। একভাই বললেন আমরা পরীক্ষা দিলে বিএসসিরা হাসবে তাই অপমান হওয়ার চেয়ে ইয়ার লস খাওয়াই ভালো .তবে বাকাছাপ যদি ১৫ দিন সময় না নিতো তাহলে গত ২৯/৩০ তারিখের মতো আন্দোলন করলে ঈদের আগেই গেজেট পাস করা যেত। তাই এখন বাকাছাপকে পিটানো উচিত . আর সবচেয়ে দু:খজনক কথা আমরা ছাত্ররা কি শুধু একাই আন্দোলন. রক্ত দিবো? আইডিইবি. পেশাজীবী . কর্মজীবী আজ কই গেল? তারাই আমাদের আন্দোলনে নামাইছে এখন তারাই নাই
Posted on: Fri, 25 Oct 2013 14:55:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015