আজ থেকে চট্টগ্রাম - TopicsExpress



          

আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা বুথ বসিয়ে ভর্তিচ্ছুদদের বিভিন্ন সেবা দেয়া শুরু করেছি পেজ এর পক্ষ থেকে৷ আমরা সবাইকে পূর্ববর্তী পরীক্ষার রেজাল্ট ও আসন্ন পরীক্ষার রেজাল্ট প্রকাশের সাথে সাথে জানিয়ে দেয় দেয়ার জন্য রেজিষ্ট্রেশন করছি ৷ আমরা পাস করলে মোবাইলে sms পাঠিয়ে বলে দেব ৷এছাড়া রাস্তা বা ফ্যাকাল্টি বা সিট সংক্রান্ত যেকোন সমস্যায় সাহায্য করছি এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও করবো ৷ আমাদের chittagong university admission test help line এর সেবা কেন্দ্রে আপনাকে স্বাগতম ৷ এডমিনদের নাম আবার দেয়া হলো যেকোন প্রয়োজনে: : ১- অনিরুদ্ধ দাস কল্প 01781707727 আর্টস ফ্যাকাল্টি ২-নাজমুল সামির 01682 531899 সায়েন্স ফ্যাকাল্টি ৩-রকিবুল হোসেন রকি 01683685092 ব্যবসায় প্রসাশন ফ্যাকাল্টি ৪-হিমু ইরতিজা হিমেল 01682788126 IT faculty Admin: অনিরুদ্ধ দাস কল্প
Posted on: Mon, 18 Nov 2013 16:14:07 +0000

Trending Topics



v>
💡BEWARE OF IMMITATION! 💡WERE LEGIT SELLER OF PROFESSIONAL
Sáng nay 2 vc đi ăn bún ốc trên chợ vô tình được

Recently Viewed Topics




© 2015