আজ থেকে প্রায় চার বছর - TopicsExpress



          

আজ থেকে প্রায় চার বছর আগের একটা কথা বলি! তখন নটরডেমের গ্রপ ওয়ানে আমাদের ইংলিশ পড়াতেন শ্রদ্ধেয় পলাশ উইলিয়াম বটলেরু স্যার! তো ক্লাসে একদিন স্যার আমাদের জিজ্ঞেস করলেন, আমাদের মধ্যে ভবিষ্যতে কে কি করবে অথবা কার কি কি পড়ার ইচ্ছা আছে?? বলে রাখা ভালো! নটরডেমের গ্রপ ওয়ানে মোটামুটি সারা দেশের সিলেক্টিভ কিছু ছেলে পড়ার সুযোগ পায়!! বলতে গেলে বেস্ট অফ দ্যা বেস্টস!! (কিন্তু তাদের ভিতরেও আমার মত একটা গাধা কিভাবে ঢুঁকে পরেছিল সেটা ছিলো একটা বিরাট বিস্ময়ের ব্যাপার) তো যাই হোক, স্যারের প্রশ্নের জবাবে গ্রুপ ওয়ানের এক একজন ব্রিলিয়ান্ট ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের জীবনের লক্ষ্য সম্পর্কে বলতে লাগলো!! মোটামুটি সবাই ইঞ্জিনিয়ার! কেউ ডাক্তার!! কেউ বা আইবিএ স্টুডেন্ট হয়ে জাঁদরেল ব্যাংকার হওয়ার নিজেদের ইচ্ছার কথা জানালো!! তো আমিও কেন জানি ভয়ে ভয়ে হাত তুললাম! ভাবলাম, নিজের ব্যতিক্রম ইচ্ছেটার কথাও একটু সবাইকে জানাই! যদিও তখন সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে অনেক হেজিটেশন কাজ করতো! একে তো এসেছিলাম মফঃস্বলের একটা স্কুল থেকে, তারপরে আবার ঢাকার সব বাঘা বাঘা স্কুলের মেধাবী সব ছেলেদের সামনে দাঁড়াতে হবে!! ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে বললাম, I want to study Political Science and I wanna become a Politician in future তো বলার সাথে সাথেই সব ডাক্তার ইঞ্জিনিয়ার আর ব্যাংকারদের সমস্বরে হাসির শব্দ শুনতে পেলাম!! নিজেকে খুব ছোট মনে হল!! ভাবলাম যে, এতো মেধাবীদের ভীরে নিজেকে বোধ হয় মানাতে পারি নি আর নিজের ইচ্ছাটাও মনে হয় বেমানান হয়ে গেলো এদের কাছে!! ওদের হাসাটাই স্বাভাবিক ধরে নিয়ে মাথা নিচু করে বসে গেলাম!! চিন্তা করতে থাকলাম,আমার ইচ্ছার কথা শুনে এদের এই হাসিটা কি আমার প্রতিই বিদ্রুপ নাকি?? তো যাই হোক, চার বছর পেরিয়ে গেছে। বন্ধুরা সবাই ভালো ভালো জায়গায় (বুয়েট, মেডিক্যাল, আইবিএ) স্যাটেল করেছে! আমিও আমার লাইনে আগানোর প্রত্যয় নিয়েই চলছি গুটি গুটি পায়ে!! একটা প্ল্যাটফর্ম করেও নিয়েছি এর মধ্যে!! নিজের ইচ্ছা বা স্বপ্নের সাথে আপোষ না করার মানসিকতা আজকে আমাকে লড়তে শিখিয়েছে রাজনীতির মত একটা দুর্গম জায়গায় এসেও!! এখানে সফল হবার সম্ভবনা আসলেও খুব কম! বলতে গেলে বলা যায়, ভাগ্যদেবী আর বংশের পরম্পরা ভেঙ্গে এই জায়গায় আমার সফল হতে গেলে মোটামুটি হিমালয় পাড়িই দেওয়া লাগবে!! কিন্তু তবুও আমি থামবো না!! জানি না সফল হব কিনা তবে আমি আমার লক্ষ্যেই এগিয়ে যেতে থাকবো যতদিন আল্লাহ্‌ বাঁচিয়ে রাখেন :) আমার লক্ষ্য, ইচ্ছা, অভিপ্রায় ওই একটা জায়গায় এবং এই একটা জায়গায় আমার আপোষ নেই! হাসিটা বিদ্রুপ ছিল না উৎসাহ ছিল এই প্রশ্নের জবাবে যেতে চাই নি কোনদিনই!! শুধু মনের মধ্যে একটা সংকল্পই ছিল, আছে আর থাকবে, হোয়াট এভার হ্যাপেন্স!! আই উইল নট ব্যাক ডাউন।। দেখা যাক...এভাবে খুড়িয়ে খুড়িয়ে হলেও, কোন দিন হয়তো ২৩১ নাম্বার রুমের মতই কোন গ্যালারী ভিউয়ের মত জায়গায় দাঁড়িয়ে উপস্থিত সবার করতালির মাধ্যমে সেই না জানা প্রশ্নের উত্তরটা বের করতে পারি না!! এতো কথা বলার একটাই কারণ!! আজকে HSC রেজাল্ট! অনেকের মত আমার ছোট ভাই ও তার বন্ধুরা আজকে পরীক্ষার্থী হিসেবে ফলের জন্য অপেক্ষা করছে!! তাদের জন্য আমার মত এক অধমের একটাই উপদেশ, কি করবা কর ভাইয়ারা !! প্রেম, নেশা , জুয়া, মারামারি যাই কর না কেন নিজের লক্ষ্যের সাথে কোনভাবেই আপোষ করো না!! জীবনে এগুলা করার সময়, সুযোগ অনেক পাবা!! কিন্তু লক্ষ্যভেদ করার প্রথম তীর এখনই ছুড়তে হবে!! সেটা এখন যাই হোক না কেন!! আর যেদিকেই হোক না কেন!! কিন্তু এটায় আপোষ করে বাকিসব করতে গেলেই জীবনে সফলতার প্রথম সিঁড়িটাতেই হোঁচট খাবে!! কারণ অন্যের চাপিয়ে দেওয়া মইয়ে উঠতে পারার ক্ষমতা সবার থাকে না!! আর থাকলেও সেই মইয়ের থেকে তোমার দেওয়াল বেয়ে ওঠার ইচ্ছাটাই তোমাকে আগে আকাশের কাছাকাছি নিয়ে যেতে পারবে!! :)
Posted on: Wed, 13 Aug 2014 04:17:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015