আজ থেকে ১০ বছর পর... চোখে - TopicsExpress



          

আজ থেকে ১০ বছর পর... চোখে কালো মোটা ফ্রেমের চশমা... কাঁধেতেই ঝোলানো ব্যাগ, মুখে খোঁচা খোঁচা দাঁড়ি... নীলক্ষেতের মোড়ের সেই পথে হাঁটছি। সেই জায়গাটায়- হঠাৎ তোমার আমার দেখা হলে কি করবে? সাথে যদি বর থাকে? কথা বলবে তো?? আমাকে চিনতে পারবে তো? নাকি চিনেও অচেনার ভান করে পাশ ফিরিয়ে চলে যাবে? বরের বাহু শক্ত করে ধরে মিছে অহমিকায়! তবে হলফ করে বলতে পারি- গাড়িতে করে আমাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় জানালার ঐ স্বচ্ছ কাঁচকে ভেদ করে আমার দিকে ছলছল চোখে তাকিয়ে থাকবে; যতক্ষন না ঘাড় বাঁকা করতে হয়! অতঃপর আমার উপর তোমার সকল অভিমান ক্ষোভ ফেটে পড়বে তোমার বরের ওষ্ঠদ্বয়ের উপর। তুমি মনে মনে বলছ, এটাই তোমার শাস্তি। আমি আজ অন্য কারো বাহুডোরে বন্দিনী। এভাবেই তুমি নিজে বন্দিনী হয়ে আমাকে শাস্তি দিয়ে পৈচাশিক আনন্দ পাও। আর আমি দু-চার লাইন লিখে সহমর্মিতা ও বাহবা কুড়াই। #অন্তর_মাশঊদ
Posted on: Sat, 10 Jan 2015 08:35:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015