আজ থেকে ৬ বছর আগে এই দিনে - TopicsExpress



          

আজ থেকে ৬ বছর আগে এই দিনে আমার প্রিয় নটরডেম কলেজে অন্য এক নতুন জীবনের শুরু হয়। স্কুলের সিধেসাধা ছেলেকে নটরডেম শেখায় নতুন করে জীবনকে জানতে ও বুঝতে... এই কলেজে কোন কিছুর অভাব ছিল না, অভাব ছিল না বিদ্যা ও নৈপুণ্যের.. জ্ঞান অভিজ্ঞতা বা শিক্ষার। ডিসিপ্লিন সব সময়ই তার অনিবার্য অংগ। এক্সট্রা কারিকুলার কার্যক্রমে নিজেকে যুক্ত করে জানলাম নটরডেম নতুনত্ব ও দুর্নিবার ঐতিহ্যের এক অবিচল দুর্গ। বাংলার এই সর্বশ্রেষ্ঠ মহাবিদ্যালয়ের মহিমগাথা সহস্র পৃষ্ঠায়ও বর্ননা করা কঠিন। আমি আজীবন তার অংশ হতে পেরে ধন্য। আমার রোল ১১০২০২০ অন্তত ১০০ বছরে নটরডেম কাউকে দিবে না। Proud to be a notredamien forever. I remember our last oath at NDC..... theme was to enlighten every corner of Bangladesh & world with our knowledge, discipline, and experience... wherever we go. I Love NDC forever ....
Posted on: Sun, 03 Aug 2014 15:45:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015