আজ বিকেলে দেখি এক ১৫/১৬ - TopicsExpress



          

আজ বিকেলে দেখি এক ১৫/১৬ বছর বয়সের এক ছেলে এক টা সাইকেলের চাকা আর এক টা সাইকেল লক নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতেছে। .........। আমার দেখে মনে হলো ডাল মে কুচ কালা হ্যয়; পরে বুঝতে পারলাম ডাল মে কুচ না পুরাটাই কালো। ..................... :( ছেলেটা স্যারের বাসায় পড়তে যাওয়ার সময় সাইকেলটার সামনের চাকাটাকে গেটের সাথে লক দিয়ে আটকে রেখে গিয়েছিলো। কিন্তু পড়া শেষে এসে দেখে শুধু সামনের চাকাটাই গেটের সাথে ঝুলছে, বাকীটা মহামান্য চোর নিয়ে গেছে।।। ............................................. আমারা কত Creative, শুধু ঠিক জায়গায় Creativity কে ব্যবহার করি না। আমাদের ভাব দেখলে মনে হয় মইরা যাব তবুও সোজা হবো না; ভাবটা এমন যে আমারে যদি সোজা করতে আসছ তবে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে লাগুক।। ........................।। How Cute!!!!!
Posted on: Fri, 08 Aug 2014 18:07:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015