আজেবাজে ব্রোকার বাদ - TopicsExpress



          

আজেবাজে ব্রোকার বাদ দিয়ে ভালো একটি রেগুলেটেড ব্রোকারে ট্রেড করতে শিখুন। অনেকে মনে করেন, ট্রেডাররা লস করলে নাকি তা ব্রোকারের পেটে যায় আর ট্রেডাররা প্রফিট করলে নাকি ব্রোকারের লস হয়। ব্যাপারটা মার্কেট মেকার ব্রোকারদের ক্ষেত্রে কিছুটা সত্যি হতে পারে। তবে STP/ECN ব্রোকারের ক্ষেত্রে কিন্তু এমন নয়। ব্যাপারটা একটু ভাল করে বুঝা যাক। আমরা যেমন মানিবুকার্স দিয়ে ইলেকট্রনিক ফান্ট ট্রান্সফার দেই ব্রোকারদের লিকুইডিটি প্রোভাইডারদের এমনই সিস্টেম আছে। যেমন আপনি যখন EURUSD একটা বাই অর্ডার করেন তখন ওদের ইলেকট্রনিক সিস্টেম আপনার ট্রেড এর টাকাকে USD এর পরিবর্তে সমমানের EUR তে পরিবর্তন করবে। এবং তখন যদি EUR এর মান বাড়তে থাকে তাহলে আপনারই লাভ। কারণ আপনি ট্রেড দেওয়ার সাথে সাথেই লিকুইডিটি প্রোভাইডার আপনার কারেন্সিকে পরিবর্তন করে নিয়েছে। এখানে আপনি এক ট্রেডে কয়েক কোটি টাকা লাভ করলে ও ওদের 1 পয়সা ও লস হবার কথা না। তবে হ্যা, যে ব্রোকারগুলো ডিলার এর কাছ থেকে প্রাইস নেয়, মানে যারা স্ব-ব্রোকার, মার্কেট মেকার, ট্রেডারদের লস করা টাকা ছাড়া ওদের ইনকামের আর কোন সোর্স নেই। এবং ওদের ট্রেড Instant Execution এ নিজেদের সিস্টেমে নিজেদের মেশিনে Execute করিয়ে নেয়। মূলতঃ তারাই ট্রেডারদের লস কামনা করে। এবং আপনি যখন একটি বাই অর্ডার করবেন তখন ঐ প্রাইসে তারা সমপরিমাণের সেল অর্ডার দিবে। তারা ট্রেড করবে। এবং আপনার ট্রেড যত লসে যাবে তাদের ট্রেড ততই প্রফিট এ যাবে। এসব ব্রোকারদের মধ্যে রয়েছে Instant Execution + Dealing Desk ব্রোকারগুলো। এরা অবশ্যই আপনার লস কামনা করবে, এদেরকে বর্জন করতে শিখুন। কারণ ফরেক্স এর টেকনিক এর দিক দিয়ে ওরা আপনার চেয়ে অনেক এগিয়ে আছে। আর আপনি যদি মনে মরেন মার্কেট মেকার ব্রোকাররা আপনাকে ট্রেড করার জন্য লিভারেজ দেয়, তাহলে কিন্তু মস্ত বড় ভুল করবেন। কারণ, সম্পূর্ণ ট্রেডিং সিস্টেমটা যেখানে ওরা নিজেরাই নিয়ন্ত্রণ করছে সেখানে আবার লিভারেজ দিবার প্রয়োজন আছে নাকি। অনেকে বলে থাকেন, অধিকাংশ ব্রোকার নাকি স্ক্যাম করে, কই? আমি তো অনেক ব্রোকারে অনে.................ক প্রফিট করেছি। একদিনে ব্যালান্সকে 1000% ও করেছি। কিন্তু ব্রোকাররা তো কোন সমস্যা করেনি। বড় কথা হচ্ছে, আপনারা ব্রোকার সিলেক্ট করতে জানেন না। যত্তসব আজেবাজে মার্কেট মেকার ও OctaFX এর মত নন রেগুলেটেড ব্রোকার এ ট্রেড করেন। তাই আজ থেকে আজেবাজে ব্রোকার বাদ দিয়ে ভালো একটি রেগুলেটেড ব্রোকারে ট্রেড করতে শিখুন, দেখবেন ইনশা আল্লাহ, আস্তে আস্তে প্রফিট এর মুখ দেখবেন। এবং রেগুলার প্রফিট করতে পারলে কিন্তু মন ও শরীর অনেক ভাল থাকে। তাই প্রফিট করাটা স্বাস্থ্যের জন্য ও উপকারি একটি রেগুলেটেড ব্রোকারে ট্রেড করতে শিখুন। Read more: within short time it will be a first world leading forex broker anyone can visit.............https://kiwifxbank/join/2H5WVW for more info. 01843712316
Posted on: Fri, 13 Sep 2013 12:54:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015