আজ বেশ একটা লং ড্রাইভে - TopicsExpress



          

আজ বেশ একটা লং ড্রাইভে গিয়েছিলাম --উলটো দিকে --সাবার্ব থেকে মূল শহরে-স্বামীর বাড়ী থেকে বাপের বাড়ী--অর্থাৎ উত্তরা থেকে ধানমন্ডি। বোনদের সাথে দেখা করার আগে গেলাম সদ্য স্ত্রী হারা নব্বই বছরের কাছাকাছি--দুলাভাইকে দেখতে। কত যে স্মৃতি উনি রোমন্থন করলেন আপা সম্বন্ধে-- শুনতে গিয়ে বারে বারে চোখে জল আসছিল--আমার এই আপা ইন্টারমেডিয়েট ক্লাসে আমাদের কলেজে ইংলিশ পড়াতেন।--পরীক্ষার সময় আমাদের ধানমন্ডির একতলা বাড়ীতে সর্বদাই মেহমান ভর্তি থাকত--কি যে অসুবিধা হোতো !--তাই আমি একদিন চট করে বই পত্র নিয়ে এই সেজো আপা এবং দুলাভাইয়ের বাসায় গিয়ে উঠলাম--এবং বল্লাম, "ওখানে পড়তে পারছি না--তাই চলে এলাম"--আপা দুলাভাই দুজনে সন্তুষ্ট চিত্তে আমার দায়িত্ব বুঝে নিলেন--সব কথা আজ খালি মনে পড়ছিল--কতটা আমি সহযোগিতা পেয়েছিলাম ওনাদের দুজনের কাছ থেকে---আল্লাহ্--আমার সেজো আপার যেন বেহেশত্ নসীব হয়--আমীন।
Posted on: Sun, 01 Sep 2013 17:02:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015