আজ বুয়েটে ভর্তি complete - TopicsExpress



          

আজ বুয়েটে ভর্তি complete হলো।২১ তারিখে original papers গুলো জমা নিল আর medical করা হলো।আগের দিন বুয়েটের আহসানউল্লাহ হলে ছিলাম।09ব্যাচের তূর্য ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই মেডিকেল করার সময় বাড়াবাড়ি কিছু করবে না তো।ভাই বললেন তেমন কিছু না!!!শুধু পুরা..........দেখবে এই আর কি!!!তবে আশার কথা হলো কাজটি জামাতে(একসঙ্গে) করানো হয়নি।ডাক্তার শুধু বললেন, ঝেরে কাশ,.......যাই হোক বেশ কয়েকজন মেয়েও ছিল।সবশেষে আজ ব্যাংকে টাকা জমা দিয়ে, আরো কিছু officially maintain করে,ভর্তির আনুষ্ঠানিকতা শেষ করলাম। সারাদিন আব্বু আর শামীম আমার সাথেই ছিল।ভালোকরে expression নিতে পারি নাই। আগেও সারাদিন কাটত,এখনো কাটে। তবে সৃষ্টিকিছু না করে দিন কাটালে নিরস মনে হয়। একা থাকার অভ্যাসটা দীর্ঘদিনের....তাই সহজেই দোকা হওয়া হচ্ছে না।
Posted on: Tue, 23 Dec 2014 13:19:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015