আজ মন খারাপ!! মন খারাপ - TopicsExpress



          

আজ মন খারাপ!! মন খারাপ থাকলেই আদারস মেসেজে ঢুকি। কত মানুষের কত রকম মেসেজ!! কিছু মেসেজ অবশ্যই হাস্যকর!! কিছু মেসেজ পেলাম এমনঃ ১/ প্লিজ অ্যাড মী ২/ অ্যাড মী, আই অ্যাম ব্লকড ৩/ অ্যাড পাঠাতে চাই, এক্সেপ্ট করবেন? ৪/ এক্সেপ্ট করলেই অ্যাড পাঠাবো। ৫/ আই ওয়ান্ট টু বি ইওর ফ্রেন্ড ৬/ মেইক মী ইওর ফ্রেন্ড ৭/ হাই ৮/ আমরা কি বন্ধু হতে পারি? (অ্যাড করা মানেই বন্ধুত্ব?) ৯/ আপনাকে চেনা চেনা লাগছে, অ্যাড মী। ১০/ অ্যাড করুন, অথবা ক্যান্সেল করুন (ক্যান্সেল করে দিই) একই মেসেজ আর কত ভালো লাগে রে ভাই? নতুন কিছু শিখুন!! এরকম মেসেজ আসলে না দেখেই বসে থাকি, অ্যাড দেয়াতো বহু দূরের কথা। আর কত? কিছুদিন আগে আমার নোয়াখালী নিয়ে একটি এলবাম দেখে একজন খুব ইন্টারেস্ট নিয়ে অ্যাড দিলো, সেও নোয়াখালীর। পরে দেখলো আমি নানান রকম পোস্ট দিই, এসব তার ভালো লাগলো না। নিজের ওয়ালে পোস্ট দিলো আমি অনেক পন্ডিত!! এটা তার ভুল নয়, আমারই ভুল। একটা অ্যালবামের রেফারেন্সে আমার তাকে অ্যাড করা ভুল। ভুল হতেই পারে, হয়তো আমাকে যেমন ভাবছেন আমি তেমন নাও হতে পারে, আবার তার চাইতেও উন্নত হতে পারি। এটা কেউ বলতে পারে না। হুটহাট অ্যাড দিয়ে আমার লিস্ট বড় করি না আমি, বিশাল লিস্টের জন্যও হা হুতাশ করি না। এমনও না যে আমি ভার্চুয়ালি পরিচিত কাউকে অ্যাড করি না। ব্লগিং -এর থ্রুতে অনেকের সাথেই ভার্চুয়াল পরিচয়, তাদের তো অ্যাড দিই, দিই না? কিন্তু পর্যাপ্ত ইনফোর অভাবে অনেককে অ্যাড দিই না। তাই নিজের ইনফোতে লিখে দিয়েছি মেসেজে আপনার সম্পর্কে বলে রিকোয়েস্ট পাঠান। আমি তো জাদু জানি না যে মানুষের নাম/আইডি দেখেই বুঝে যাবো কে কেমন!! দেখা যায় আমি দুইদিন পর পর রিকোয়েস্ট চেক করি। কিছু মানুষ এমনিতেই চিনে যাই যাদের একমাত্র টার্গেট ফ্রেন্ডলিস্ট বড় করা। এদের ধারণা, যার ফ্রেন্ড যত বড়, সে তত বেশি পরিমাণ লাইকের অধিকারী। এটা একেবারেই ভুল ধারণা। এসব মানুষ চেনার একটা ওয়ে আছে। রিকয়েস্ট পাঠানোর সাথে চেক করি কততজন মিউচুয়াল। দুদিন পর এক্সেপ্ট করতে গিয়ে মিউচুয়াল কয়েকগুণ বেশি হলেই বুঝতে হবে এরা আসলে ফ্রেন্ডলিস্ট সমৃদ্ধির কাজেই তৎপর!! আমি খুব সোজা কথার মানুষ, প্যাঁচ নেই। এই কথাগুলো অনেকেরই ভালো লাগবে না হয়তো। কিন্তু আমারও খারাপ লাগে মানুষ আমাকে অ্যাড রিকোয়েস্ট দিয়ে ঝুলে থাকলে। আমার ফলোয়ার বাড়ানোর ইচ্ছে নেই। একটা বুদ্ধি শিখিয়ে দিই সবাইকেই, তাহলে আশা করি আর সমস্যা হবে না। সবসময় আইডিতে ঢুকে রিকোয়েস্ট দেবেন, আর রিকোয়েস্ট দেয়ার সাথে সাথে আনফলো বাটনে চাপ দেবেন। তাহলে আমি এক্সেপ্ট না করলেও আমার ফলোয়ার হয়ে থাকতে হবেনা। কেননা আমি জানি, কিছু মানুষ কেবলমাত্র লিস্ট বড় করবার জন্য রিকোয়েস্ট পাঠান। একজন আবার দেখলাম বন্ধুত্তের সংজ্ঞা লিখে পাঠালো। কেউ কেউ ভালোবাসার সংজ্ঞা লিখে পাঠায়। কেউ ভাবসাব নিয়ে জিজ্ঞাসা করে অ্যাড করবো কিনা। মনে হয় তাকে অ্যাড করবার জন্য আমি বিষের পেয়ালা হাতে নিয়ে বসে আছি। "অ্যাড দাও, নইলে বিষ দাও!!"
Posted on: Fri, 23 Aug 2013 19:52:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015