আজ হিটলারের কথা গুলা - TopicsExpress



          

আজ হিটলারের কথা গুলা অনেক মনে পড়ছে...... তোরে আরও বেশি ভালবাইশা ফেললাম হিটলার। 卐 হেইল হিটলার 卐 এডলফ হিটলার আক্ষেপ করে বলেছিলেন- ইহুদীরা বেইমান জাতি, এদের কখনও বিশ্বাস করতে নাই, একদিন বিশ্ববাসী বুঝবে ওদের (ইহুদিদের) সম্পর্কে আমার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা। বুঝতেছিরে ভাই বুঝতেছি...... এখন বুঝি কেন হিটলার ৬০ লক্ষ ইহুদী হত্যা করেছিলেন। শুধু এডলফ হিটলার নয় মধ্যপ্রাচ্য থেকে শুরু করে প্রায় সমগ্র ইউরোপের অধিকাংশ মানুষ তখন ইহুদীদের ঘৃণা করত। তারা ছিল যাযাবর বেঈবান। কোন স্বীকৃত রাষ্ট্র ছিল না তাদের। বনি ইসরাইলরা তাদের আবির্ভাবের শুরু থেকেই বিশ্বাসঘাতক জাতি হিসেবে পরিচিত ছিল। খ্রিস্টানরা তাদের পছন্দ করত না, পরে ইসলামের আবির্ভাবের পর উভয়েরই শত্রুতে পরিণত হয় তারা।৬০ লাখ ইহুদীর মৃত্যু গোটা বিশ্বে এখনও শান্তি আনতে পারেনি। যদি একটি ইহুদীও আজ বর্তমান না থাকত তাহলেই এ পৃথিবী একটি শান্তিময় আবাস হিসাবে গড়ে উঠতো। আর সে জন্যই হয়তো ইহুদীদের সম্পর্কে হিটলার তার রিসার্চ শেষে বলেছিলেন - ****The personification of the devil as the symbol of all evil assumes the living shape of the Jew ***I could have annihilated all the Jews, but I left some of them to let you know why I was annihilating them.(আমি সব ইহুদীদের মেরে ফেলতে পারতাম কিন্তু আমি তাদের কিছুজনকে রেখেছি তোমাদেরকে জানার জন্য কেন আমি তাদেরকে মেরেছি ) ***ইহুদীরা স্পষ্টভাবে একটি জাতি কিন্তু তারা মানুষ না । ইহুদী নিধনকে সমর্থন করি না, কিন্তু আজ যখন গাজার নিরপরাধ মহিলা-শিশুদের ওপর অকারণে বিমান হামলা চালায় এই ইহুদীরা, গণহত্যা চালিয়ে আবার তাকে জাস্টিফাই করার অপচেষ্টা করে পেইড দালাল জাতিসংঘের হর্তাকর্তাদের মাধ্যমে তখন হিটলারের কথা খুব বেশী মনে পড়ে। তখন চোখের পানি আর ধরে রাখতে পারি না, যখন আহত অবুঝ মুসলিম ফিলিস্তিন শিশু বলে, আমি আল্লাহ্‌কে সব বলে দেবো। ও আল্লাহ্‌, কবে আসবে তোমার সাহায্য? কবে আসবে মুক্তি?
Posted on: Fri, 11 Jul 2014 05:43:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015