আজ হঠাৎ করে প্রাইম আইটির - TopicsExpress



          

আজ হঠাৎ করে প্রাইম আইটির প্রথম দিকের একজন ছাত্র এসে প্রাইম আইটিতে হাজির। সে SEO এর কোর্সে ভর্তি হয়েছিলো, কিন্তু শুধু Yahoo Answers এর কাজ শেখার পরে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইলাল পরীক্ষা শুরু হওয়াতে আর ক্লাস কন্টিনিউ করতে পারে নি এবং পরবর্তীতে আর ক্লাস করে নি। কিন্তু শুধু ঐ Yahoo Answers এর কাজ করেই এখন মোটামুটি ভালই কাজ পাচ্ছে। আজ আসলো তার কাজের কিছু ফিডব্যাক দেখাতে, যা তার বিভিন্ন ক্লাইন্ট তাকে দিয়েছে। আপনাদের জন্য তার কিছু স্কিনশট শেয়ার করলাম। এবং এটি শেয়ার করার কারণ হচ্ছে, কাজ যতই সহজ হোক না কেন, কাজ গুছিয়ে করতে পারলে এবং সময় মতো কমপ্লিট করতে পারলে ক্লাইন্টরা অনেক খুশি হয় এবং আরো বেশি বেশি কাজ দেয়। এবং অন্যকেও কাজ দিতে উৎসাহিত করে। :)
Posted on: Tue, 23 Sep 2014 12:23:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015