আজ ১৪ ডিসেম্বর মহান বিজয় - TopicsExpress



          

আজ ১৪ ডিসেম্বর মহান বিজয় দিবসের পূর্ব মুহূর্তে একটি শোকাবহ দিন যার নাম শহীদ বুদ্ধিজীবী দিবস । শাসন ,শোষণ এর মাত্রা যখন লাগামহীন হয়ে পড়েছিল তখন একটি বুদ্ধিদীপ্ত সচেতন মহল জেগে ওঠে ছিল বজ্র কণ্ঠে । অত্যাচার নিপীড়ন এর মাত্রা কে আরও বেগবান করার লক্ষ্যে কুচক্রী মহল অনুধাবন করতে পেড়ে ছিল যে ,তাদের লক্ষ্য চরিতার্থ করার জন্য যেকোনো ভাবে ধ্বংস করতে হবে এদেশের মেধাবী মাথা কে । তাই নির্বিচারে কেড়ে নিয়েছিল প্রানবন্ত সম্পত্তির প্রান স্পন্দন মেধাবী কিছু প্রিয় মুখ আজকের দিনের প্রত্যাশা হোক গুম ,খুন মুক্ত ,গনতান্ত্রিক ইসলামী রাষ্ট্র কায়েম । আমরা প্রতি বছর এই দিন টি শ্রদ্ধা ভরে স্মরণ করি আর মাগফেরাত কামনা করি ঐ সকল সূর্য সন্তান দের বিদেহী আত্মার । ঢাকার মিরপুরে বুদ্ধিজীবীদের স্মরণে স্থাপিত নকশা তে শ্রধাঞ্জলি অর্পণের সময় বাংলাদেশ জাতীয়তা বাদী দলের পক্ষ হতে নেতা নেত্রীদের সাথে আমরা । ------------- আসমা আক্তার । Today is 14 December a sad day before the day great victory which called martyred intellectuals day . The regime , exploitation when crossed its limit then a meritorious aware society aroused their firry voice .To increase the level of torture ,to do successful their bad aim the abuser of power were pinned to realize that any how any way have to destroy the head of the local talent . That’s why convincingly claimed away the fresh full ,arbitrary pulse , meritorious favorite some face as like great property . However , the expectation of this day is disappearance of murder free , democratic Islamic state .Every year we remember this day with great respect and prayer for their departed souls of the heroic sun,s son . Remembering the intellectuals in mind the deign placed in Dhaka Mirpur we are with some leader of Bangladesh National Party offering our [profound gift to the martyred . ---------------------------------------- Asma akter .
Posted on: Sun, 14 Dec 2014 15:35:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015