আজকে আপনাদের জন্য নিয়া - TopicsExpress



          

আজকে আপনাদের জন্য নিয়া আশ্লাম...............।।এমন একটা গেম এর সিরিজ এর রিভিও......।যেই সিরিজ এর কমপক্ষে একটা গেম ও খেলে নাই এমন খুব কম গেমারই আছে......।আমার মনে হইতেসে আপনারা বুইঝা গেসেন............।। ....... ....... THE GREATE$T GAME SERIES EVER IN THE WORLD,........ ....... THE ONE AND ONLY #PRINCE_OF_PERSIA............যারে অনেকে আদর কইরা POP বইলা ডাকে......... ............. আমি তহ এই সিরিজ এর সবগুলি গেমসই খেলসি............সেই {prince of persia 1} থেকে শুরু করে {prince of persia forgotten sands} পর্যন্ত......।এখন আমি পুরা সিরিজ এর উপর একটা রিভিও দিব...............।আমি কোন রিভিওই এতোটা আবেগ নিয়া লেখি নাহ......।।আশলে এই সিরিজ দিয়াই আমার gaming life শুরু...............।টাই এইটাই আমার সবচেয়ে বেশি পছন্দ......।।তাই এখন শুরু করা যাক......।। .........।। PRINCE OF PERSIA হল UBISOFT দাড়া প্রকাশিত একটা ACTION ADVENTURE ROLE PLAYING GAME.......... .........।। PRINCE OF PERSIA 1: ..........এইটা এই সিরিজের সর্বপ্রথম গেম.........।।এইতা একটা 2d গেম.........।কিন্তু আজকের ডিজিটাল জুগে এই গেম এর কোন ভাত নাই পাওয়ার কথা.........।কিন্তু এইটা যখন বের হইসিল তখন ধরতে গেলে এইটা অনেক বড় ধরনের গেম সিল.........এই গেমের একটা বিশেষত্ব হল যে এইটা খেলতে গেলে আপনি একটা কাহিনির ঠিক এ মখমুখি হবেন......।।এইতাতে ও কোন আলাদা নেই......।এইখানে ও আপ্নারে কাহিনি দেখাবে.........কিন্তু আজকালের মত নাহ............।বই এর মত করে.........।।জদি খুব shortcut এ বলা জাই......তাহলে আজকালকার java games এর মতন.........কিন্তু তারপর ও গেমটা অন্নক মজা সিল......।।আমি ওভার করসি......।।সেই মজা...।।কিন্তু যারা নতুন গেমার তাদের গেমটা নাই খেলা উছিত.........।।কারন তাদের কাছে graphics টা হাস্যকর লাগতে পারে...............but for me..........this is my old is GOLD........ ............ ........... PRINCE OF PERSIA 2: ......।।এইটা আর pop 1 এর ভেতরে তেমন কোন পার্থক্য নাই.........এইটাও 2d গেম......টাই এইটার ব্যাপারে বেশি কিছু লিখলাম না......।।খালি graphics টা pop 1 থেকে একটু বেত্তার.........এই আর কি.........।। .........। PRINCE OF PERSIA $ANDS OF TIME: .........এই গেমটা থেকে এই সিরিজ এর গেমগুলা তে 3d vision যোগ করা হয়............।এই গেমটা এই সিরিজ এর আগের গেমগুলা থেকে অন্নেক বেশি উন্নতি করে......।।main character prince এর চার্ম চেহারা বঝা জাই......।।তাছারা গেমটার কাহিনি তাও সেইরকম...............।graphics ও অনেক ভাল......।। .........। PRINCE OF PERSIA {WARRIOR WITHIN}: ............বলা যাই এই গেমটা থেকেই আসলে prince of persia সিরিজের অগ্রযাত্রা শুরু হই............।।এই গেমটা দিয়েই আমার gaming life এর শুরু ......।।টাই আমি বুঝি এই গেমটা আমার নিজের কাছে কততা প্রিয়.........।।আমি আসলে এইটা ভাশাই প্রকাশ করতে পারব নাহ...............।এই গেমটা ২০০৪ সালে সেরা গেম হওয়ার গৌরব অর্জন করে......।।এই গেমটার যেমন কাহিনি তেমন graphics.........এইটার দুইটা ending.........তাছারা আরও অনেক কিছু আঁচে যা গেমারকে অবাক করবে............।।আর আসল কথা prince রে যেমন লাগসে গেমতাই...............মাশাল্ললাহ.........আমি কিন্তু হিযলা নাহ............।।তারপর ও বলতেসি............।।সেই লাগসে............সেই.........।।আর এই গেমটার adventure..........puzzle ar fighting এর সাথে প্রিথিবির অন্য কোন গেম এরই তুলনা হয়ই নাহ......।।একটু বেশি এ বলে ফেল্লাম......।তারপর ও কেন যানি এই গেমটার ব্যাপারে বলতে গেলে আমি বইলা শেষ করতে পারি নাহ......... ......... PRINCE OF PERSIA {THE TWO THRONES} .........এই গেমটা এর আগের গেম warrior within এর sequel.......এই গেমতাও সেইরকম.........কিন্তু graphics টা আম্র কাছে একটু খারাপ লাগসিল...............কিন্তু কাহিনি......।আর বললাম নাহ......।কাহিনি সেইরকম বেস্ট......। .........।। PRINCE OF PERSIA {THE GHOST OF THE PAST-2008} ...........এই গেমটার ব্যাপারে অনেকের অভিজগ আসে......।।যে গেমটার graphics একটু cartoon cartoon কইরা ফেলাইসে.........কিন্তু কাহিনি............কাহিনি দিয়াই তহ এই গেমটার graphics এর ঘাটতি পুরন কইরা ফেলাসে......।টাই এইতাও সাফল্লের ধারাবাহিকতা বজাই রাখসে...... .......... PRINCE OF PERSIA {FORGOTTEN SANDS}: ........এই গেমটা এই সিরিজের শেষ গেম......বলতে গেলে কসট লাগে.........।কেন যে বন্ধ কইরা দিল............।এইটার graphics শবথেকে ভাল এই সিরিজের মধ্যে......।...আর কাহিনি মোটামুটি............।। ......... এই অসাধারণ গেম টার publication যে কেন বন্ধ কইরা দিল...।।কিচুই বুঝতে পারলাম না...............।এখনও আশা করি আমআর কথাটা চিন্তা কইরা আব্র বানান শুরু করব গেমটারে.....................
Posted on: Tue, 02 Sep 2014 16:35:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015