আজকে আমার শিক্ষা - TopicsExpress



          

আজকে আমার শিক্ষা হইসে......আজকে যে ঘটনা টা ঘটলো তা কল্পনাতীত হ্যাঁ ভাই আজকে ছিনতাইকারির কবলে পরসিলাম। তো ঘটনায় যাই...৮/১০/২০১৩ রাত আনুমানিক ৯টা ৪৫ মি আমি আর আমার বন্ধু লাবীব BFC থেকে বের হয়ে হাঁটছি......হাটতে হাটতে মগবাজার রেললাইনের দিকে যাচ্ছি,হটাত দুইজন লোক আমাদের থামাল। লোক ১-কই যাও?,আমরা ডিবির লোক আমি-আমার বন্ধুর বাসায় লোক ১-থাকো কই? আমি- বাশাবো আমার বন্ধু-আমার বাসা এইখানেই... লোক ১- কীসে পড়ো? আমি-নটরডাম এ হটাত ৩ নাম্বার লোক আসে লোক ৩-ঐ কী হইসে? লোক ১-কীসু না ধরলাম আর কী!!!!!! লোক ৩-আছছা ওদেরকে কোনায় নিয়া যাইয়া কোথা বলেন! (আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিলো এরা ডিবি না...৩ নাম্বার লোকের কোথা শোনার পর আমি শিওর হয়ে গেছি এরা ডিবি না......মাথায় তখন হাজার চিন্তা... চিন্তা করতে করতেই দিলাম আক দৌড়...শালারা চিন্তাও করে নাই আমি এমন কিসু করবো...৪ নাম্বার বেটা আমার পিছে পিছে দৌড় দিসে বাট ধরতে পারে নাই ...দৌড়ে আমি একটা বাড়িতে ঢুকি...ধুকেই গার্ড কে আমার সমস্যার কথা বলি।।সে গেট লাগায় দ্যায় এরপর আমি দৌড়ে ওই বিল্ডিং এর ৩ তালায় উঠে একটা ফ্ল্যাট এ বেল বাজাই...আল্লাহর অশেষ রহমত ওটা ছিল মানচিত্র প্রোডাকশন এর অফিস+বাসা...আমি তাদেরকে বলি যে আমার পিছে ছিনতাইকারি...তারা নিচে যেতে বলে আমাকে। তখনই আমি দেখি ওইটা মানচিত্র প্রোডাক্শন এর অফিস...আমি বললাম যে আমি মানিকদার মুভি তে কাজ করসি আর আমার বাবা অভিনেতা...এরপর তারা মানিকদা কে ফোন দ্যায় আর আমাকে বসতে দ্যায়। পরে আমি পুরা কাহিনী তাদেরকে বলি ।।তারা আমাকে নিয়া নীচে নামে আর আমার বন্ধুর খোঁজ লাগায়...লাবিব কে ফোন দিলে ও বলে ওকে ছেঁড়ে দিসে আর ওর ১০০০ টাকা নিসে...ও এলাকার ছেলে আশিক ভাই এর নাম বলসে তাই আর কিছু করে নাই...এরপর ওখান থেকে cng নিয়া বাসায় আসছি...আসার সময় চিন্তা করতেসিলাম আজকে দৌড় দিয়া রাস্তা পাঁড় হওয়ার সময় ওরা পেছন থেকে গুলি ও করতে পারত কিন্তু বেঁচে গেসি......) এই ঘটনার পর আমার শিক্ষা হইসে- ১। ডিবি যদি কোনায় যাইতে বলে তাইলে ওইটা নির্ঘাত ছিনতাইকারী ২।কখনো রাত এ রেললাইন এর সাইডে অথবা আশেপাশে হাটা যাবে না ৩। ছিনতাইকারি ধরলে ওর মা রে বাপ দে দৌড় বি দ্র- এই কাহিনী তে আমি প্রচণ্ড ভয় পাইসি...মনে হইল সবাই কে সাবধান করা দরকার তাই বাসায় ফিরেই লিখতে বসলাম সারাজীবন আমি মানচিত্র প্রোডাক্শন এর কাছে কৃতজ্ঞ থাকব আমাকে সাহায্য করার জন্য। -সতর্কীকরণে dipto touhidur
Posted on: Sun, 11 Aug 2013 06:23:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015