আজকে ঢাকা - TopicsExpress



          

আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল। সম্ভবত টিভিতে বা পত্রিকায় এই খবরটা দেইখা ছোট বোন মুড়ির কিউরিয়াস মাইন্ডে গিট্টু লাইগা গেসে! সেই গিট্টু ছাড়ানোর জন্য আসছে আমার কাছে! আইচ্ছা, ভাইয়া... ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হয় কেনু? আমি বললাম, সীট কম। তাই.. ও বলল, বুঝি নাই। বুঝায়া কও! আমি ওকে সহজে বোঝানোর জন্য বললাম, মনে কর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীট আছে দশ জনের। মানে দশ জন পড়তে পারব। সেইখানে যদি একশ জন আসে, সবাইরে কি পড়ানো সম্ভব? সম্ভব না। তাই ভর্তি পরীক্ষা নিয়া যারা ভালো ছাত্র তাগো মধ্য থিকা দশ জনরে ভর্তি করায়। ও কিছুক্ষন চুপ থেকে চিন্তিত মুখে বলল, আমি যদি সীট নিয়া যাই?!! আমি টাশকিত হয়ে বললাম, কস্কি?! সীট নিয়া যাবি মানে? ও গাল ফুলিয়ে বলল, আমাগো বাসা থিকা একটা চেয়ার নিয়া যায়া কমু, আমার সীট আছে! আমারে ভর্তি করান!!! :O :O _আমি শুভ
Posted on: Fri, 22 Nov 2013 16:24:54 +0000

Trending Topics



ss="sttext" style="margin-left:0px; min-height:30px;"> lordy lordy... done it again! entered the Cardiff Half .. just
Buenos Aires, jueves 5 de septiembre de 2013 CONTUNDENTE TRIUNFO
Dont know if you all heard..there was an accident in our eastern
Hi everyone, I need some help please! One of my male rats is
Esteban Cambiasso: FC Internazionale Belum Menyerah Gelandang FC
Cirkeline Laurberg ... thank you for this. Yes, it does mention

Recently Viewed Topics




© 2015