আজকে বলে 3rd term এর শেষ ক্লাস - TopicsExpress



          

আজকে বলে 3rd term এর শেষ ক্লাস ছিলো? :o হরতালের মাঝেও ২৬ জন নিয়া লাস্ট ক্লাস হইলো। যদিও যাই নাই। J1........ এমন একটা সেকশন যেখানে পরিচিত মানুষ আমার অনেকেই। বাট নিরস একটা সেকশন ছিলো। এটাই বাস্তব। কমার্স কলেজে আমি এতো নিরস সেকশনে এর আগে পড়ি নাই। D2 তে ছিলাম, E2 তে ছিলাম। এখন J1 এ আছি। নিরস তবুও পিছে আমরা নিজেরা যা কিছু করতে পরাসি করসি, আর সামনে শোভনরা। দুই কোনার দুই দল। শোভনরা চুপচাপ থাকতি। চিল্লাচিল্লি আমরা যা একটু করতাম। আর দিপ্তর মতো ধরা কেউ খায় নাই!!! আমি, দিপ্ত, রিফাত কী পরিমাণ ক্লাসে জালাইতে পারি সাবার সেই আইডিয়া আছে। বৃষ্টির ও আমার সম্পর্কে ভালোই আইডিয়া আছে। আমরা আমাদের সম্পূর্ণটা দিতে পারলাম না বলে J1 এর কাছে দুঃখিত। :p এ ক্লাসে চিনলাম ওয়ালি, চমক, শামীম, তুষার, নাদিম, ইমন, রবিন, আমাগোর ২ ক্যাপ্টেন সহ রাহাকে। আমাকে অ্যাসাইন্টমেন্ট দেয়ার জন্য রাহাকে অসংখ্য ধন্যবাদ। চিত্র আঁকায় সর্বোচ্চ সহযোগিতার জন্য শামীমকে কত কী যে দিতে মন চাইতাসে। দিপ্তর বই, রিফাতের কভার পেজ, ওয়ালির গান, চমক, রবিনের রাবার পেন্সিল, তুষার এর ইস্কেল আরও কত কী যে লাগসে আমার!!!!! সাবা, উষা, বৃষ্টি, মেহনাজ, পৃথু আমার কাছে পুরাতন পাব্লিক। ও ইয়েস! আমাদের গরুর মতো চোখের অধিকারী মেয়েটাও নতুন। :p যদিও চিনি না! নামটা প্রথম প্রথম জানতাম! এখন তাও ভুইলা গেসি। আর ইমনের প্রেম! সকালে, টিফিনে, ছুটির পর! প্রেম আর প্রেম ....... যাই হোক! অনেকটা দিন কাটাইলাম। কেউ যদি পুরোটা পড়ে মনে কষ্ট পাও তবে তা নিজের ভিতরেই রাইখো। আমারে কষ্টটা দিও না। ................. ............... ................ কেডা কেডা ট্যাগানো বাকি আছো? আওয়াজ দাও :( দিয়া দেই। Nomaan Tashfin Khan
Posted on: Sun, 31 Aug 2014 18:04:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015