আজকে ভারত যে আন্তর্জাতিক - TopicsExpress



          

আজকে ভারত যে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে পড়ে ফেলানী হত্যাকান্ডের বিচার শুরু করতে বাধ্য হলো, এর পিছনে অধিকার এর সম্পাদক আদিলুর ভাইয়ের অসামান্য অবদান আছে| অধিকারই একমাত্র মানবাধিকার সংগঠন যে বাংলাদেশে সর্বপ্রথম বিএসএফ এর বর্ডার কিলিং ইস্যুতে ব্যাপক পরিসরে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করেছে এবং অনেক উন্নত মানের রিপোর্ট প্রকাশ করেছে| আর যেহেতু Amnesty International, Asian Human Rights Commission, Human Rights Watch, UNHCHR এর মতো প্রভাবশালী সংস্থাগুলো অধিকারের রিপোর্টের গুণগত মানের ওপর আস্থা রাখে, তাই বিএসএফ এর বর্ডার কিলিং ইস্যুতে অধিকারের রিপোর্ট গুলো ভারত সরকারকে ব্যাপক চাপের মুখে ফেলে দেয়| বিশ্বাস না হলে এই সংক্রান্ত যতগুলো আন্তর্জাতিক দলিলপত্র আপনার পাবেন, প্রায় সবখানেই কিন্তু অধিকারের রেফারেন্স দেওয়া!!!
Posted on: Tue, 13 Aug 2013 15:26:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015