আজকের দিনের দুটি - TopicsExpress



          

আজকের দিনের দুটি সুসংবাদ- ================ ১/ সিরিয়ান মুজাহিদিন ভাইদের একটা গুরুত্বপূর্ণ ঘাটি পুনর্দখল আল্লাহর সৈনিকদের বিজয় অব্যাহত আছে ইনশাল্লাহ; দুইদিন আগে সিরিয়ান আর্মি হঠাত আলেপ্পর নিকটে মুজাহিদিনদের ঘাটিতে যুদ্ধ বিমান ও বিপুল সমরাস্র নিয়ে আক্রমন করে, যা ছিল গত একবছরের মধ্যে সবচেয়ে বড় হামলা। তাৎক্ষনিক হামলায় আসাদ আর্মি প্রথমে কিছু এলাকা দখল করে নিলেও গতকাল পাল্টা আক্রমণ করে মুজাহিদিনরা আবার তা দখল করে নেয়; আল্লাহর সৈনিকদের আক্রমণ কাপুরুষ কসাই আসাদের আর্মি পিছু হটতে বাধ্য হয়। ব্রিটেনের এক মানবাধিকার সংস্থার মতে এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫৩ জন নিহত হয়। সুত্রঃ আল-জাজিরা aljazeera/news/middleeast/2013/11/syria-rebels-recapture-army-base-near-aleppo-2013119153526111282.html ------------ ২/ পাকিস্তানে সকল প্রাইভেট স্কুল এবং লাইব্রেরীতে মালালার বইকে নিষিদ্ধ ঘোষণা পাকিস্তানের প্রাইভেট স্কুল এ্যাসোসিয়েশন মালালার বইকে সকল স্কুল এবং লাইব্রেরীতে নিষিদ্ধ ঘোষণা করেছেন সংগঠনের অধিভুক্ত প্রায় ৪০,০০০ স্কুল এবং লাইব্রেরী থেকে মালালার I am Malala বইটি নিষিদ্ধ করা হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট আদিব জাবেদানি বলেন- মালালা পাকিস্তানের নয় পশ্চিমাদের প্রতিনিধিত্ব করছে। কাশিফ মির্জা, সংগঠনের চেয়ারম্যান, বলেন- মালালা এখন পশ্চিমা শক্তির একটা যন্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। তিনি আরো বলেন - তার বইয়ে রসুল মুহাম্মদ (সঃ) এর নামের শেষে দুরুদ সাল্লালাহুয়ালাইহিওয়াসাল্লাম (PBUH) যোগ করে নাই, যা মুসলমানদের জন্য একটা অবশ্যই করনীয় কাজ। আল্লাহু-আকবর, আল্লাহ্‌ আস্তে আস্তে সবার চোখ খুলে দিচ্ছেন। সুত্রঃ আল-জাজিরা aljazeera/news/asia/2013/11/pakistan-private-schools-ban-malala-book-2013111012321445293.html -+-+-+- Collected From: facebook/coward.muslim
Posted on: Sun, 10 Nov 2013 19:09:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015