আজকের সন্ধ্যাটা এসেছে - TopicsExpress



          

আজকের সন্ধ্যাটা এসেছে কিছুটা বিস্ময় নিয়ে আমার কাছে.সন্ধ্যায় ঘুম থেকে উঠে খবর দেখে সত্যিই চমকিত হলাম,আমি কি বাংলাদেশে আছি?এমনটা কি বাংলাদেশে হয়েছে কোনদিন?সরকার দলীয় সাংসদ গোলাম মাওলা রনি গ্রেফতার.তারপর ইফতার করে যখন অতীতগুলোকে ভাবলাম দেখলাম সেখানে.. ১.দুর্নিতির অভিযোগ উঠায় অপসারন করা হয়েছে আবুল হোসেনকে ২.দুর্নিতির অভিযোগ উঠায় পদত্যাগ করেছেন সুরন্জিত বাবু ৩.আওয়ামি ক্ষমতায় তবু বিশ্বজিৎ হত্যায় ছাত্রলীগ কর্মীদের কে আসামি করে চার্জশীট প্রদান. ৪.সাংবাদিক পিটানোর দায়ে সরকার দলীয় সাংসদ গোলাম মাওলা রনি গ্রেফতার. আর সবচেয়ে বড় বিস্ময় হলো.. ৫.এতো ক্ষমতাধর দেরকে যুদ্ধাপরাধের অপরাধে বিচার করা,শাস্তি দেওয়া. এর কোনটাই আইনের শাসনের প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থায় অস্বাভাবিক নয়.কিন্তু আমাদের মতো দুর্নিতি আর অপশাসনের দেশে এমন ঘটনাবলী শুধু অস্বাভাবিক নয় বিরলও বটে.আমাদের জনগনের সেটা চোখে পড়বে না.বিশ্বজিৎকে নিয়ে মিড়িয়াতে এতো এতো তোলপাড় হলো,দেশের সুবিধাবাদী চুশিলরা সংবাদপত্র-টেলিভিশনে ছাত্রলীগকে জল্লাদ বাহিনী সহ আরো কত উপাধি দিলো.সেই তারাই কেন একটি কথা বললোনা বুয়েটের ছাত্র দীপকে হেফাজতের নেতারা যখন কুপিয়ে মারলো.একদিনওতো দেখলাম না টেলিভিশন পত্রিকায় সেটা নিয়ে আলোচনা করতে.?হেফাজত জামাত মারলে সেটা জল্লাদ হয়না,কুত্তা হয়না.?আওয়ামিলীগ করে যারা সুবিধা নেয় তারাও সুযোগ পেলে আওয়ামিলীগের সমালোচনায় মেতে ওঠে,কিন্তু জামাত-হেফাজত নিয়ে কিছু লিখে না,বলে না.কারন আওয়ামিলীগকে যা তা বলা যায়.কিন্তু ওদেরকে বলা যাবেনা,বললে যদি জীবনটা হারিয়ে ফেলতে হয়.তাই এমন একমুখী সাহসী সমালোচনায় ভরে উঠেছে এখন বাংলাদেশ. ▲হাওয়া ভবনের এতো দুর্নিতি সারা বাংলা জানার পরও কি কোন ব্যবস্থা নিয়ে ছিলো তখনকার বিএনপি সরকার? ▲চট্রগ্রামে ৮জন আওয়ামিলীগ কর্মীদেরকে ব্রাশ ফায়ার করার পর শিবির কর্মীদেরকে বিরুদ্ধে চার্জশীট দূরের কথা গ্রেফতার ও কি করেছিলো? ▲২১শে আগষ্ট গ্রেনেড হামলার মতো এতো বড় হামলায় কি জজ মিয়া নাটক ছাড়া আর কিছু করেছিলো? ▲আহসান উল্লাহ মাষ্টার কিংবা কিবরিয়া হত্যায় কি কাউকে গ্রেফতার করে ব্যবস্থা নিয়েছিলো বিএনপি? ▲শিক্ষিক গোপাল চন্দ্রকে হত্যায় সেই ছাত্র শিবির নেতাদের কি গ্রেফতার করেছিল গোলাপি আপা? ▲এতো এতো দুর্নিতির পর কোন এমপিকে কি অপসারন করা হয়েছিলো?কিংবা পদত্যাগ? আসলে প্রশ্ন করলে এমন হাজারটা প্রশ্ন করা যাবে,যার কোন উত্তর পাওয়া হবেনা.এখন সেই দলি আবার আইনের সু-শাসনের কথা বলে.সেই দলি দুর্নিতি রোধ করবে বলে?এরচেয়ে হাস্যকর আর কি হতে পারে?মিথ্যা আর ধর্মীয় গুজবকে সাথী করে যারা রাজনীতি করে,ক্ষমতায় থাকার পরও যে ছেলে তার বাবার হত্যার বিচার করেনা সেই লোক কিংবা তার পরিচালিত দল অন্য মানুষ হত্যায় কি বিচার করবে? Masud Sojib
Posted on: Wed, 24 Jul 2013 22:22:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015