আজকে সকালে বাংলাদেশের - TopicsExpress



          

আজকে সকালে বাংলাদেশের বিখ্যাত ব্যক্তি, মুক্তিযোদ্ধা, আমাদের কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রধান জনাব মিজানুর ৱহমান ভূইঞা ওরফে বোমা মিজান স্যাৱেৱ কাছে গোসল করে কলেজ ড্রেস পরে পড়তে গেছিলাম কিন্তু বৃষ্টির কাৱণে উনি পড়ালেন না । ফলে বাসায় ফিরে আসতে হলো । ফলে ছাতা থাকা সত্ত্বেও পুরোপুরি ভিজে গেলাম । স্যাৱেৱ উপর ৱাগ হলো কিন্তু এই সুযোগে বৃষ্টিতে গোসল করাও হয়ে গেল । বাসায় এসে ছাতা, ব্যাগ রেখে গোসল করতে যাওয়ার সাথে সাথে এতো জোরে দুইটা বাজ পড়লো যে বাসায় ফিরে আসলাম । কাৱণ আমার মরার শখ নাই । জীবনে এখনো অনেক কিছু করা বাকি আছে ।
Posted on: Wed, 27 Aug 2014 05:36:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015