আজকে ২৭রমাদানের - TopicsExpress



          

আজকে ২৭রমাদানের রাত লাইলাতুল কদরের সম্ভাব্য রাতের একটি সে রাতের কিছু আলামত হাদীসে বর্ণিত আছে । সেগুলো হলঃ - (১) রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না । (২) নাতিশীতোষ্ণ হবে । অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না । (৩) মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে । (৪) সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে । (৫) কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন । (৬) ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে । (৭) সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে । যা হবে পূর্ণিমার চাঁদের মত । - {সহীহ ইবনু খুযাইমাহ-২১৯০, বুখারী০ ২০২১, মুসলিম- ৭৬২ নং হাদীস}
Posted on: Mon, 05 Aug 2013 12:10:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015