আজব কিছু আইন 1. হংকংয়ে - TopicsExpress



          

আজব কিছু আইন 1. হংকংয়ে একটাআইন আছে যদি কারো স্ত্রী পরকীয়া করে তবে স্বামী তাকে খুন করতে পারে।তবে শর্ত একটাইখুন করতে হবে খালি হাতে।তবে যে লোকের সাথে পরকীয়া করেছে তাকে অস্ত্র দিয়ে খুন করতে পারবে। 2. আমেরিকার কলাম্বিয়া প্রদেশে মেয়ের বাসর রাতে তারমারউপস্থিতি বাধ্যতামূলক। 3. গুয়ামের আইন অনুসারে কোন কুমারী মেয়ে বিয়ে করতে পারেনা।তাই কিছু লোক আছে যারা পয়সার বিনিময়ে কুমারিত্বের অভিশাপ মুক্ত করারকাজকরে। মেয়ের বাবা-মাসাধারনতঃ এই কাজের জন্য অনেক টাকা খরচ করেন।এরা কাজশেষে সার্টিফিকেট দেয় 4. লেবাননের আইন অনুসারে কোন পুরুষ লোক গৃহপালিত পশুরসাথে সহবাসকরতে পারে। কিন্তু পশুটা অবশ্যই মাদী হতে হবে। মদ্দা পশুর সাথে সহবাসকরারশাস্তি হলো মৃত্যুদন্ড 5. ইংল্যান্ডে একজনগর্ভবতী মহিলাযেকোন জায়গায়মুত্র বিসর্জন করতে পারেন।এমনকি তিনি চাইলে কোনট্রাফিক পুলিশে হেলমেটে মুত্র বিসর্জন করতে পারেন।এটা তারবিবেচনা। 6. জাপানে কোন মেয়েকে ছেলে ডেটিং য়ে যেতে বললে মেয়েটি আইন অনুসারে নাকরতে পারবে না। 7. জাপানে শীতাতপ নিয়ন্ত্রিত বিল্ডিংযে মেয়েদের ব্রা নাপড়াআইনতদন্ডনীয়। 8. In Colorado,ঘুমন্তমহিলাকে চুমু খাওয়া বে আইনি। 9. In Michigan কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া মাথার চুল বিক্রিকরতে পারবে না।চুলস্বামীর সম্পত্তি হিশেবে গন্য! 10. Arkansas এ মাসে একবার বউ পেটানো যাবে।এটাই আইন।কিন্তু দুই বার পিটালেই সমস্যা!! 11. Thailand এ ত্রিশ বছরের বেশী বয়েসী অবিবাহিত মহিলারা দেশের সম্পত্তি হিশেবে গন্য হবে।এটাইআইন। 12. Samoa তে নিজের বউয়ের জন্মদিন ভূলে যাওয়া বে আইনি 13. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের আইনে কুমারী মেয়েদের সাথে সহবাসনিষিদ্ধ।এম নকি বিয়ের পর বাসর রাতেও স্বামী তারকুমারী বধুর সাথে সহবাসকরতে পারবে না। তবে কুমারী মেয়ে কিভাবে তারকুমারীত্ব বিসর্জন দিবে এ বিষয়েকোনো আইনীব্যাখ্যা দেয়া হয় নাইযেমনটি দেয়া হয়েছে গুয়ামের কুমারী মেয়েদের বেলায়। 14. বাহরাইনের আইনে স্ত্রীরোগ বিষরদগণ স্ত্রীলোকদের যৌনাঙ্গপরীক্ষা-নিরীক্ষা করতে পারবে। কিন্তু উত্তেজনার বশত কোনো দুর্ঘটনা নাঘটতে পারে সে জন্য আইন প্রণেতাগণ ডাক্তাদের সরাসরি যৌনাঙ্গ দেখা নিষিদ্ধ করে দিয়ে সে ক্ষেত্রে আয়নাব্যবহার করে প্রতিবিম্বের মাধ্যমে রুগীর যৌনাঙ্গদেখা ও পরীক্ষা করার অনুমতি দেয়। 15. যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বৈদুতিক বাতি জ্বালিয়ে সহবাসকরা আইনত দন্ডনীয়। বলুন তো কত নাম্বার আইন টাবাংলাদেশ-এ কার্যকর করা উচিত??
Posted on: Tue, 20 Jan 2015 17:37:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015