আপনি কি নোকিয়া ফোন - TopicsExpress



          

আপনি কি নোকিয়া ফোন ব্যবহার করেন ? আপনি কি নোকিয়া ফোনের Security Codeভূলে গেছেন ? ??? আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের যে টিউনটি উপহার দিবো সেটি হয়তো অনেকের জানা আবার অনেকেরই অজানা। এটি আমার জানা ছোট্ট একটি ট্রিকস। এর আগে টেকটিউনসে টিউন হয়ে থাকলে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সাধারণত আমরা যারা নোকিয়া ফোন ব্যবহার করি তারা প্রায় সময় Security Code ভূলে যায়। তাদের আর কোন চিন্তার কারণ নাই। চলুন তাহলে Security Code ভেঙ্গে ফেলি। প্রথমে হোম মেনু থেকে Setting এ যান তারপর sync & backup অপশনে যান। এবার Create backup গিয়ে Continue তে click করুন। তারপর সব গুলোকে Mark করে Done বাটনে Click করুন। এখন কিছুক্ষন অপেক্ষা করলে Backup Create হয়ে যাবে। কাজ শেষ । তারপর Memory Card ঢুকুন, সেখানে দেখতে পাবেন backup নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে, সেখানে ঢুকুন মাঝখানে restore এ click করুন। দেখবেন আপনার মোবাইল flash হয়ে গেছে । এখন নোকিয়া এ ভাল লাগে তাহলে অবশ্যয় কমেন্ট করে জানাবেন। আপনার যদি লিখতে কষ্ট হয় তাহলে G or N (G= good, N=nice, Bad=B, Thanks=T ) লিখে কমেন্ট করবেন। তাহলে আর ভাল পোষ্ট নিয়ে হাজির হব।
Posted on: Mon, 08 Sep 2014 13:08:38 +0000

Trending Topics



ttext" style="margin-left:0px; min-height:30px;"> Please add & PM for more info :) UGG ankle boots, black: 6 tan:
I’m a Racist for criticizing Obama. I’m a Terrorist because
We posted a pic of the Jarekus Singleton feature in Music
Way Back Wednesday Photos and Article -- 2007 Article about the

Recently Viewed Topics




© 2015