আপনি কি মৌলবাদী - TopicsExpress



          

আপনি কি মৌলবাদী মুসলিম? টিভি চ্যানেল ও পত্র পত্রিকা খুললেই আমরা মৌলবাদ সমন্ধে নানা ধরনের লেখা পাই । সবাই বলে মৌলবাদ ভয়ঙ্কর খারাপ একটা ব্যাপার । আমরা যারা মুসলিম তাদের মৌলবাদী হওয়া যাবেনা । মৌলবাদ কে শিকড় থেকে মূলোত্পাটন করতে হবে । জাতীয় ও আন্তর্জাতিক প্রায় সকল গন্যমান্য নেতা, বুদ্ধিজীবি ও সাংবাদিক সবার একই বুলি । কিন্তু দু:খজনক হলেও সত্যি যে সমালোচনা ও বিরোধিতা করার সময় কেউই মৌলবাদের বা fundamentalism এর সংজ্ঞা দেয়না । তাই আমি চিন্তা করলাম যে দেখি তো dictionary/encyclopaedia গুলো এই মৌলবাদ বা fundamentalism সমন্ধে কি বলে। "strict adherence to the basic principles of any subject or discipline" Oxford Dictionary "a movement or attitude stressing strict and literal adherence to a set of basic principles " Merriam-Webster "the belief in old and traditional forms of religion, or the belief that what is written in a holy book, such as the Christian Bible, is completely true" Cambridge Dictionary "Fundamentalism is the demand for a strict adherence to orthodox theological doctrines usually understood as a reaction against Modernist theology, primarily to promote continuity and accuracy." Wikipedia "fundamentalism, type of militantly conservative religious movement characterized by the advocacy of strict conformity to sacred texts." Encyclopaedia Britannica বাংলা অনলাইন অভিধান এর অভাবে ব্লগ খুজলাম এক জায়গায় পেলাম: "মৌলবাদ শব্দের অর্থ হলো যে কোন ধর্ম বা মতবাদের মূলতত্ত্ব, মৌলিক বা মূল বিষয়সমূহ অথবা মৌলিক বা মূল মতবাদসমূহকে মানা । এবং যারা সেটা করে তারা মৌলবাদী ।" "ধর্মীয় মৌলবাদ একটি নিরাময় যোগ্য ব্যাধি" এর লেখক এর ব্যখ্যা দিলেন : "ইংরেজি ফান্ডামেন্টালিজম (Fundamentalism) বা বাংলা মৌলবাদ শব্দটির শাব্দিক অর্থ হল মূলজাত অর্থাৎ মূল থেকে উপজাত। এখানে মূল শব্দটি দ্বারা ধর্ম বোঝানো হচ্ছে অর্থাৎ আদি কাল থেকেই ধারনাটি ধর্মের সঙ্গে যুক্ত হয়ে আছে। শব্দটির উৎপত্তি হয়েছে এই প্রশ্নের কারণে যে মানুষ কি মূল ধর্ম গ্রন্থগুলোকে অক্ষরে অক্ষরে মান্য করবে, নাকি পরিবর্তিত পৃথিবীর বর্তমান বাস্তব প্রেক্ষাপট ও মানব সমাজের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির নিরিখে এবং যুক্তিবাদ ও বস্তুবাদ প্রয়োগ করে ব্যাখ্যা-বিশ্লেষণের পর মান্য করবে? ধর্মীয় মৌলবাদীরা আক্ষরিক অর্থের মূল ধর্ম গ্রন্থের সব কিছু গ্রহণ করে থাকেন দৈববানী বলে। তারা তাদের দৈববাণী অক্ষরে অক্ষরে পালনে বা তার ব্যত্যয় রোধে মানব সমাজের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির নিরিখে এবং যুক্তিবাদ ও বাস্তববাদ প্রয়োগের তাগিদকে অস্বীকার করে জীর্ণতাকে আঁকরে ধরে রাখতে চায়।" সব গুলি সংজ্ঞা কে একত্রিত করলে আমরা মৌলবাদের নিম্নোক্ত বৈশিষ্ট গুলি পাই: ধর্মীয় গ্রন্হ কে ইশ্বর প্রদত্ত মনে করা, ধর্ম গ্রন্হ কে অপরিবর্তিত মনে করা, ধর্মের কোনো আধুনিক ব্যখ্যা না দিয়ে আদি ও আসল রূপ কে ধরে রাখা, ধর্মগ্রন্হ ও ধর্মীয় অনুশাসন কে সম্পুর্ন রূপে অক্ষরে অক্ষরে মেনে চলা, ধর্মগ্রন্হ ও ধর্মীয় অনুশাসনের কিছু অংশের বদলে সম্পুর্ন মেনে চলা । এরূপ করা হলো মৌলবাদ আর যারা এরকম করবে তারা হলো মৌলবাদী । এতক্ষণে বুঝলাম মৌলবাদ কি জিনিস । তারপর চিন্তা করলাম দেখি এই সকল পয়েন্ট এ মহান আল্লাহ তাআলা কি বলেন : ১. ধর্মীয় গ্রন্হ কে ইশ্বর প্রদত্ত মনে করা: এই কোরআন তো বিশ্ব-জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ। (২৬:১৯২) ২. ধর্ম গ্রন্হ কে অপরিবর্তিত মনে করা: আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। (১৫:৯) ৩. ধর্মীয় অনুশাসন কে সম্পুর্ন রূপে অক্ষরে অক্ষরে মেনে চলা: " হে ঈমানদার গন! তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাংক অনুসরণ কর না। নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু।" (২:২০৮) ৪. ধর্মগ্রন্হ কে সম্পুর্ন রূপে অক্ষরে অক্ষরে মেনে চলা: "এটি এমন একটি গ্রন্থ, যা আমি অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়, অতএব, এর অনুসরণ কর এবং ভয় কর-যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও।" (৬:১৫৫) ৫. ধর্মগ্রন্হ ও ধর্মীয় অনুশাসনের কিছু অংশের বদলে সম্পুর্ন মেনে চলা : "তবে কি তোমরা গ্রন্থের কিয়দংশ বিশ্বাস কর এবং কিয়দংশ অবিশ্বাস কর? যারা এরূপ করে পার্থিব জীবনে দূগর্তি ছাড়া তাদের আর কোনই পথ নেই। কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেয়া হবে। আল্লাহ তোমাদের কাজ-কর্ম সম্পর্কে বে-খবর নন।" (২:৮৫) ৬. ধর্মের কোনো আধুনিক ব্যখ্যা না দিয়ে আদি ও আসল রূপ কে ধরে রাখা: "আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম।" (৫:৩) "আর যখন তাদের কাছে আমার প্রকৃষ্ট আয়াত সমূহ পাঠ করা হয়, তখন সে সমস্ত লোক বলে, যাদের আশা নেই আমার সাক্ষাতের, নিয়ে এসো কোন কোরআন এটি ছাড়া, অথবা একে পরিবর্তিত করে দাও। তাহলে বলে দাও, একে নিজের পক্ষ থেকে পরিবর্তিত করা আমার কাজ নয়। আমি সে নির্দেশেরই আনুগত্য করি, যা আমার কাছে আসে। আমি যদি স্বীয় পরওয়ারদেগারের নাফরমানী করি, তবে কঠিন দিবসের আযাবের ভয় করি। " (১০:১৫) ৭. যারা ধর্ম গ্রন্হ ও ধর্মীয় অনুশাসন কে সম্পুর্ন রূপে যারা বিশাস বা মান্য করবেনা তাদের সম্মন্ধে কিছু কথা : "নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে, তাদের জন্যে রয়েছে কঠিন আযাব। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশীল, প্রতিশোধ গ্রহণকারী।" (৩:৪) "হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোন বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়, তাহলে তা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি প্রত্যর্পণ কর-যদি তোমরা আল্লাহ ও কেয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাক। আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম।"(৪:৫৯) "অতএব, তোমার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না, যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায়বিচারক বলে মনে না করে। অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোন রকম সংকীর্ণতা পাবে না এবং তা হূষ্টচিত্তে কবুল করে নেবে।" (৪:৬৫) "হে ঈমানদারগণ, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন কর এবং বিশ্বাস স্থাপন কর তাঁর রসূলও তাঁর কিতাবের উপর, যা তিনি নাযিল করেছেন স্বীয় রসূলের উপর এবং সেসমস্ত কিতাবের উপর, যেগুলো নাযিল করা হয়েছিল ইতিপূর্বে। যে আল্লাহর উপর, তাঁর ফেরেশতাদের উপর, তাঁর কিতাব সমূহের উপর এবং রসূলগণের উপর ও কিয়ামতদিনের উপর বিশ্বাস করবে না, সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে পড়বে।" (৩:১৩৬) অতএব আসুন আমরা মিডিয়ার কথা শুনে এবং আল্লাহর কথা না শুনে মৌলবাদী মুসলিম না হয়ে আধুনিক ও moderate মুসলিম হই ও নিজের ঠিকানা জান্নাতের পরিবর্তে জাহান্নামে করে নি । আলোচকঃ মাশুক রহমান, কম্পিউটার প্রকৌশলী
Posted on: Thu, 12 Sep 2013 19:11:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015