আপনি যেমনই হন না কেন - TopicsExpress



          

আপনি যেমনই হন না কেন আপনার মতপৃথিবীতে আর দ্বিতীয় কেউ কোথাও নেই। পৃথিবীকে দেবার মতন আপনারকাছে এখনও অনেক কিছুই বাকি। তাই নিজেকে অহেতুক অন্যের চেয়ে ছোট না ভেবে নিজের মত করে বাঁচুনএবং আনন্দে থাকুন।জীবন তো একটাই ... গেইমের মত পুনরায় লাইফ পাবার সুযোগ নাই ... তাই এই এক জীবনথেকে যতবেশি সম্ভব মজা নিয়ে নেন .. যাতে কোন আফসোস না থাকে ... একটা কথা মনে রাখবেন আপনার মনখারাপ করে থাকা বা দুঃখে থাকা তে পৃথিবীর কারো কিছু যাবে আসবে না ...বরঞ্চ আপনার লস হবে কারন আপনি মন খারাপ করে থেকে নিজের অতিবাহিত সময়েরআনন্দ গুলকে মিস করেছেন ... আমার একটাই থিওরি অন্যের ক্ষতি না করে লাইফটাকে ইচ্ছা মতএনজই করা উচিত......কোন কিছুর জন্য আফসোস না করে যা আছে তা নিয়েইলাইফ থেকে সর্বোচ্চ মজা আদায় করে নেওয়া উচিত... উপদেশ দিতে কার না ভালোলাগে তাইদিয়ে দিলাম ...নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য নয় আপনাদের বিবেকে নাড়া দেওয়ার জন্য ...
Posted on: Thu, 13 Nov 2014 15:54:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015