আপনার অ্যান্ড্রয়েড - TopicsExpress



          

আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি সুরক্ষিত রাখার সেরা ১০টি উপায় সবাই আমার সালাম নিবেন। আশাকরি সবাই ভাল আছেন। আমার আজকের পোস্টটি অ্যান্ড্রয়েড ব্যাবহারকারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আশাকরি অ্যান্ড্রয়েড ইউজাররা একটু মনযোগ দিয়ে পড়বেন। আমরা যারা স্মার্ট ফোন ব্যাবহার করি তারা এখান থেকে অনেক ধরনের সুবিধা পেয়ে থাকি এবং এই সুবিধা পাওয়ার জন্যই আমারা স্মার্ট ফোন ব্যাবহার করি। আর আমরা যদি এর স্মার্ট ফোন এর নিরাপত্তার কথা না চিন্তা করি তাহলে বিষয়টা কেমন হয়ে যাই না। একটু চিন্তা করে দেখেন এর পর আমার পোস্ট এর সামনে দিকে যাবেন। হ্যাঁ, যদি আপনি মনে করেন সুরক্ষিত রাখা দরকার তাহলে নিচের ধাপগুলো মনযোগ দিয়ে পড়ুনঃ ১. অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির ক্ষমতা প্রায় একটি কম্পিউটার এর সমান এবং কম্পিউটারকে যেরকম ভাইরাস নিয়ে চিন্তা করতে হয় তেমন এ আমাদেরকেও। তাই আমাদের উচিত অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি যাতে ভাইরাস এ আক্রান্ত না হয় সেজন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যাবহার করা। ২. ডাউনলোড করুন নিরাপদ অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড এর জন্য রয়েছে অসংখ্য সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশান। তাই আপনি না বুঝে অনেক ক্ষতিকর সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারেন। এ কারণ এ সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশান ডাউনলোড এর আগে এর অফিশিয়াল সাইট এবং এর সম্পর্কে বিস্তারিত জেনে ডাউনলোড করা প্রয়োজন। ৩. মুছে ফেলুন অপরিচিত এসএমএস অনেক স্মার্ট ফোন এসএমএস এর মাধ্যমে ভাইরাস এ আক্রান্ত হয়। এসএমএস আসার পর ওপেন করলেই হয়ত আপনার স্মার্ট ফোন এর কোন ক্ষতি হতে পারে অথবা আপনার তথ্য নিয়ে যেতে পারে। তাই অপরিচিত নাম্বার থেকে এসএমএস আসলে তা ডিলিট করে ফেলাই ভাল। ৪. সাবধান থাকুন অ্যাপ্লিকেশান ডাউনলোড করার সময় এর নির্মাতা সম্পর্কে নিশ্চিত হয়ে পরে ডাউনলোড করুন আর পাইরেট কপি কি না সেই বিষয় এ ও সতর্ক হওয়া প্রয়োজন। আর সবসময় নিরাপদ আর ভাল ভাল অ্যাপ্লিকেশান ব্যাবহার করার চেষ্টা করুন। ৫. আপডেটেড রাখুন ওএস ৬. প্রতিনিয়ত বের হচ্ছে নতুন নতুন ওএস। তাই আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ফোনটি আপডেট রাখতে এতে আপনার স্মার্ট ফোন এর নিরাপত্তা এবং নতুন অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। আর ও কিছু কাজ আপনাকে মেনে করতে হবে যা নিচে দেওয়া হলঃ ৭. ‘ক্লাউড স্টোরেজ’ সাবধানে ব্যবহার করতে হবে। ৮. ডেটা ব্যাকআপ করে রাখতে হবে। ৯. আর্থিক লেনদেনে সাবধান থাকতে হবে। ১০. ডেটা এনক্রিপ্ট করতে হবে। পাসকোড চালু করতে হবে। আশাকরি এসব বিষয় মেনে চললে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি নিরাপদ থাকবে। ধন্যবাদ সকলকে। আরও জানুন: techdoctor24/wanted-tricks/post-id/988
Posted on: Sun, 27 Oct 2013 04:40:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015