আপনার এন্ড্রয়েড ফোনে - TopicsExpress



          

আপনার এন্ড্রয়েড ফোনে Google Playstore এ না ঢুকেই Gmail একাউন্ট ছাড়াই Google Playstore থেকে সরাসরি এন্ড্রয়েড Apps ডাউনলোড করুন! আমরা প্রায়ই Apps ডাউনলোড করতে Google Playstore ব্যবহার করি। কিন্তু Playstore দিয়ে App ডাউনলোড করা অনেক ঝামেলার বিষয়। নিজের Gmail একাউন্ট লাগে, মাঝে মাঝে Playstore ক্রাশ করে আর playstore authentication error তো আছেই। তার চেয়েও বড় কথা হল খরচ বেশি হয়। তাই Playstore-এ না ঢুকে কিভাবে আপনার ফোন Gmail একাউন্ট ছাড়াই Playstore এর App ডাউনলোড করবেন জেনে নিন। তবে একটা কথা, এ পদ্ধতিতে শুধু আপনি ফ্রী Apps ডাউনলোড করতে পারবেন, Paid App ডাউনলোড করতে পারবেন না। তাহলে কথা না বাড়িয়ে কিভাবে করবেন জেনে নিনঃ ★ প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনে Dolphin Browser ডাউনলোড করে ইন্সটল করুন। ★ Dolphin Browser এ ঢুকে ডলফিন আইকন বাছাই করে সেটিংসের আইকন বাছাই করুন। ★ Web Content এ গিয়ে Flash Player অন করে দিন, Javascript চালু না থাকলে enable করুন। ★ Back এ গিয়ে Customize বাছাই করে User Agent হিসেবে Desktop বাছাই করে Browser বন্ধ করুন। ★ আবার Dolphin Browser দিয়ে apkleecher এই ওয়েব ঠিকানায় চলে যান। ★ একটা বক্স আসবে, এখানে আপনি যে App ডাউনলোড করতে চান সেটার Playstore URL দিবেন। আপনার এ্যাপের Playstore URL যেভাবে বের করবেন নিচে দেয়া হলো- → Android এর বিল্ট-ইন ব্রাউজার (Opera/Dolphin বা অন্য ব্রাউজার নয়) তে ঢুকে play.google এই ওয়েব ঠিকানায় চলে যান। → App-এর নামটা Search Box এ লেখে Search দিন। → অনেকগুলো ফলাফল আসবে, এর মধ্যে আপনার App বাছাই করুন। → তথ্যসহ App-এর একটা পেজ আসবে। এবার Address Bar এ যে ওয়েব ঠিকানাটা দেয়া আছে সেটা কপি করুন। এটাই আপনার Playstore URL. ★ Generate Download Link বাছাই করুন। ★ এবার এ্যাপটার তথ্যসম্বলিত একটা পেজ আসবে। ★ Download ক্লিক করে অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যে ডাউনলোড শুরু হবে
Posted on: Sat, 13 Sep 2014 13:50:47 +0000

Trending Topics



v class="stbody" style="min-height:30px;">
MOTIVATED SELLER ! $500.00 referral bonus if your referral results

Recently Viewed Topics




© 2015