আপনার ব্লগারের ব্লগকে - TopicsExpress



          

আপনার ব্লগারের ব্লগকে অন্য কোন ব্লগে Transfer করুন: আপনি ধরুন ব্লগারে কোন ব্লগ বানিয়েছেন । এখন চাচ্ছেন অন্য কোন ব্লগে আপনার ঐ ব্লগ transfer করবেন। কিন্তু পারছেন না । আবার চাচ্ছেন কমেন্টও যেন হারিয়ে না যায় । এসব সমস্যার সমাধান এখানে।। শুরু করি… প্রথম ধাপ –> ব্লগার Account-এ লগিন করুন । –> Dashboard-এ ঢুকুন, settings-এ ক্লিক করুন। –> এবার Others-এ ক্লিক করুন । নতুন পেজ লোড হবে । –> এবার নতুন পেজে Export Blog নামের একটা লিঙ্ক পাবেন । –> ওখানে ক্লিক করুন । –> এবার ডাউনলোড করুন । দ্বিতীয় ধাপ –> আপনার নতুন ব্লগের Dashboard-এ ঢুকুন । –> Settings-এ ক্লিক করুন । –> Others-এ ক্লিক করুন । নতুন পেজ আসবে । –> এখন Import Blog নামে একটা অপশন পাবেন । –> ঐ লিঙ্কে ক্লিক করুন । –> আপনার আগে থেকে ডাউনলোড করা ফাইল দেখিয়ে দিন । –> Captcha দিন । –> এবার Import Blog-এ ক্লিক করুন । ব্যস… কাজ শেষ
Posted on: Tue, 03 Dec 2013 14:12:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015