আপনারা যারা ভাবেন - TopicsExpress



          

আপনারা যারা ভাবেন উচ্চবিত্তের জীবনটা অনেক সুখের____তাদের ভুলটা আজ ভাঙ্গতে যাচ্ছি__। উচ্চবিত্ত পরিবারের ছেলেদের ছোট থেকেই যে সমস্যাটা হয় তাহলো__পরিবারের মানুষের বেখেয়ালিপনা....! একটা ছেলে ছোট থেকেই বসবাস করে তার পুতুল/খেলনা/পি.এস.পির সাথে_পিতা-মাতার সাথে নয়! হ্যা,প্রাকৃতিকভাবেই আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেদের চেয়ে অনেকটা বেকুব__আমরা সত্যিকার অর্থে আবুল...! আমাদের জগতটা শুরু হয় ফুল এসি কামরায় আর শেষ হয় কোম্পানির এসি কামরায়___উচ্চবিত্তের সন্তানদের মাঝে অনেক ব্যতিক্রম আছে,আছে পার্থক্য কিছু ছেলে হয় ___মাম্মীর ছেলে,এরা খুবই ক্ষীণপ্রাণ এরা ঘুষিটা খেয়ে থাপ্পড় দিতে শিখে না__এরা স্বাভাবিকভাবেই বিলাসিতা পছন্দ করে_…। ____এরা হয় পরিবারের তিরস্কারের ফসল । বাবা-মা আদরের বদলে এদের দেয় ক্রেডিট কার্ড,এরা দুনিয়াটাকে টাকায় পরিমাপ করে,এরা স্বভাবতই যুবক বয়সে নারীদেহ ভোগে আসক্ত হয়ে পড়ে__…। ___এরা ব্যতিক্রম, এরা হাসতে এবং হাসাতে ভালোবাসে,এরা বুঝতে পারে Value of Money কি? এরা পরনির্ভরশীল হয় না__। এদের জীবনের নীতি হল---যাদের কিছুই প্রয়োজন নেই ,তারা নিজের দায়িত্ব আরো নিপুণভাবে করতে সক্ষম । ____এরা অবহেলিত সম্প্রদায়,এদের বাবারা জীবনে কষ্ট করে বড় হয়েছে বলে এদেরকে বিলাসিতা হতে দূরে রাখতে চায়__ এরা জীবনের চরম সত্য,বাস্তবতা, কষ্ট,দুঃখ, ভালোবাসা বুঝতে পারে___। এদের বাবারা নিজে নোহা গাড়িতে চলাচল করলেও এদেরকে চলাচল করতে হয় ৩ নম্বর টেম্পো/৬ নং মিনি বাসে……। উচ্চবিত্তের ভালোবাসা শেয়ারবাজারের স্টকের মত__পুরোটাই কর্পোরেট ____।পুরোটাই একটা সাজানো নাটক___…। পুরোটাই বিষাক্ত………।পুরোটাই অপবিত্র …। মধ্যবিত্তের ভালোবাসা এক ফোটা শিশিরের মত পবিত্র………। কোণ আইসক্রিম আর বাদামের খোসার মত সুন্দর__।মধ্যবিত্ত মানুষ বাচে তার পরিবার আর অস্তিত্বের খাতিরে………উচ্চবিত্তের মানুষ বাচে সময়ের প্রয়োজনে …তাদের জীবন নিষ্প্রাণ…নিঃস্তব্ধ....।
Posted on: Wed, 30 Jul 2014 02:06:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015